Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘রাজনৈতিক কারণে দল পাঠাচ্ছে, আগে ১০০ দিনের কাজের টাকা দিন’, সরাসরি কেন্দ্রকে নিশানা মমতার

বৃহস্পতিবারই আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল।

Mamata Banerjee lashes out at centre over MNREGA fund | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 5, 2023 1:46 pm
  • Updated:January 5, 2023 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো এবং ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকা নিয়ে ফের সরাসরি কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার অভিযোগ, কেন্দ্র শুধু রাজনৈতিক কারণে রাজ্যে আলাদা আলাদা দল পাঠাচ্ছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক কারণেই আটকে রাখা হচ্ছে বাংলার ১০০ দিনের কাজের টাকা।

আসলে আবাস যোজনার (Awas Yojona) কাজ খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার রাজ্যে এসেছে কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধিদল। তাঁরা মালদহ ও পূর্ব মেদিনীপুর ঘুরে দেখবেন। নবান্ন সূত্রে খবর, মোট ছ’জন থাকছেন প্রতিনিধি দলে। তিনজন করে দু’টি টিমে ভাগ হয়ে তাঁরা যাবেন দুই জেলায়। কারণে অকারণে কেন্দ্রের এই দল পাঠানো নিয়ে রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার গঙ্গাসাগর (Gangasagar) থেকে ফেরার পথে সরাসরি কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, “পলিটিক্যাল কারণে মাঝেমাঝেই এ টিম, বি টিম, সি টিম, এ টু জেড টিম পাঠাচ্ছে। আর কত টিম পাঠাবেন। একটা পটকা থাকলে চলে আসছে এ টিম, কারও ঘরে টাকা থাকলে, নিজস্ব ব্যবসার টাকা থাকলেও চলে আসছে বি টিম।”

Advertisement

[আরও পড়ুন: আজ মরশুমের শীতলতম দিন, কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ]

মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্য ১০০ দিনের কাজে ১ নম্বর হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে কেন্দ্র টাকা দিচ্ছে না। রাজ্যে ‘ভুয়ো জব কার্ড’ নিয়ে কেন্দ্র যে অভিযোগ করেছে, সেটাও খণ্ডন করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলছেন, “১০০ দিনের টাকা দিচ্ছে না। গরিব মানুষ কাজ করেছে। দীর্ঘদিন তাঁদের টাকা বাকি আছে। ভাববেন না দয়া করছে। এখান থেকে কেন্দ্রীয় সরকার জিএসটি (GST) তুলে নিয়ে যায়। এখন একটাই ট্যাক্স। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে একটাই ট্যাক্স। সেই জিএসটির টাকাও আমরা পাচ্ছি না। বাংলা ১ নম্বর হওয়া সত্ত্বেও কেন বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। আর কতবার করে এক কথা বলতে হবে? কবার করে বলব?”

[আরও পড়ুন: দিল্লির মতো দুর্ঘটনা নয়ডায়, বেপরোয়া গাড়ির ধাক্কা স্কুটিতে, ৫০০ মিটার ছেঁচড়ে মৃত্যু সুইগি কর্মীর]

ভুয়ো জব কার্ড (Job Card) ইস্যুতে মুখ্যমন্ত্রীর পালটা আক্রমণ, “ফেক কার্ড দেখাচ্ছে। রাজ্যে নাকি ১১ লক্ষ ফেক জব কার্ড কাজ করছে। আমাদের কাছে এমন তথ্য নেই। ওরাই দেখাচ্ছে। অথচ শুধু উত্তরপ্রদেশেই ৬৯ লক্ষ ফেক কার্ড পাওয়া গিয়েছে। হরিয়ানা, মধ্যপ্রদেশ সব জায়গায় পাওয়া গিয়েছে।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবাস যোজনা নিয়ে যাবতীয় অভিযোগের তদন্ত করে দেখছে রাজ্য সরকার। মমতা এদিন বলেন, “৫০ লক্ষ নাম নথিভুক্ত ছিল। তার মধ্যে আমরা তদন্ত করে ১১ লক্ষ বাদ দিয়েছি। বিজেপি (BJP) নেতারা নিজেদের নামে গ্রামীণ আবাস যোজনার টাকা নিয়ে নিয়েছে। আমরা সবটা তদন্ত করে দেখছি। সরকারি স্তরে কোনওরকম গাফিলতি থাকলেও সরকার সেটা দেখছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement