কিংশুক প্রামাণিক, কালিম্পং: তিনি পাহাড়ে, আর তাঁকে দেখতে রাস্তায় মানুষের ঢল নামবে না, এটা কল্পনার অতীত৷ পাহাড়ে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে তাই রাস্তার দু’পাশে ভিড় জমিয়েছিলেন মানুষ৷ মানুষের সেই ভালবাসা নিয়ে আজ কালিম্পংয়ে লেপচা বোর্ডের মেলায় মুখ্যমন্ত্রী৷
তাদের উন্নয়নে ইতিমধ্যেই বোর্ড গড়ে দিয়েছেন মমতা৷ ভালবেসে লেপচারাও মমতাকে সমৃদ্ধির দেবী উপাধি দিয়েছে৷ সেই লেপচাদের উন্নয়নে কেমন কাজ চলছে, তা খতিয়ে দেখতেই তাদের উৎসবে হাজির হচ্ছেন মুখ্যমন্ত্রী৷
অন্যদিকে, পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রীর একাধিক পদক্ষেপের মধ্যে মোর্চারা নিজেদের দাবি জানিয়ে এলেও, যথেষ্ট চাপে রয়েছে তারা৷ একদিন আগেই মন্ত্রী অরূপ বিশ্বাসের কুশপুতুল পুড়িয়েছে তারা৷ কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রীর পাশে এবারও মানুষ দাঁড়িয়েছে, তাঁকে বরণ করে নিয়েছে, তাতে আরও চাপে পড়ে গিয়েছে মোর্চা৷ ফলে গোর্খাল্যান্ড চাওয়ার দাবি তুলে মুখ্যমন্ত্রীর এই সফরকে বয়কট করার ডাক বিফলে গিয়েছে তাদের৷ এর মধ্যে উন্নয়নের কাজে প্রশাসনিক বৈঠকে লেপচাদের পরদিনই তামাংদের বোর্ডের বৈঠক রয়েছে কাল৷ দু’দিন আগেই এসে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.