Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের পথচলা শুরু, ঐতিহাসিক প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর

১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে, জানালেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee inaugurates thermal power plant in Salbani
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 21, 2025 3:29 pm
  • Updated:April 21, 2025 3:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে পথচলা শুরু তাপবিদ্যুৎ কেন্দ্রের। সোমবার দুপুরে ঐতিহাসিক এই প্রকল্পের শিলান্য়াস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের হাত ধরেই বাংলায় বিপুল কর্মসংস্থান হবে, জানালেন তিনি।

Advertisement

চলতি বছরের বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সজ্জন জিন্দল কথা দিয়েছিলেন, বাংলায় আরও শিল্প গড়বেন। সেইমতো শালবনিতে তৈরি হতে চলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার শালবনি থেকে সেই প্রকল্পেরই শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানালেন জিন্দল গ্রুপের সকলকে। এরপরই তিনি জানান, ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট হবে। যার খরচ পড়বে ১৬ হাজার কোটি টাকা। পূর্ব ভারতে এর আগে এমন প্রোজেক্ট হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এই প্রকল্পে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে এদিন মঞ্চ থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৬০০ মেগাওয়াটের এই দুটি বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৩ টি জেলার বাসিন্দারাই উপকৃত হবেন বলে জানালেন মমতা। এরপরই মনে করিয়ে দিলেন বাম জমানার কথা। বললেন, আগে বলা হত, “লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার।” কিন্তু এখন ২৪ ঘণ্টাই বিদ্যুৎ সরবরাহ করা হয়। আরও দুটো তাপবিদ্যুৎকেন্দ্র হবে জিন্দলদের। ফলে লোডশেডিংয়ের সমস্যা আর একদমই থাকবে না। আগামিকাল গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দেউচা পাচামি প্রসঙ্গও। তিনি বলেন, “ডেউচা-পাঁচামিতে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে। ১ লক্ষ কর্মসংস্থান হবে।” মুখ্যমন্ত্রীর মন্তব্যে আগামীতে বাংলাজুড়ে বিপুল কর্মসংস্থানের আশায় চাকরিপ্রার্থীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub