Advertisement
Advertisement

Breaking News

মমতা বন্দ্যোপাধ্যায়

‘দিঘায় হবে মন্দির-মসজিদ-গির্জা’, ধর্মীয় পর্যটনকেন্দ্র তৈরির ভাবনা মুখ্যমন্ত্রীর

অর্থনৈতিক পরিকাঠামো আরও শক্তিশালী করাই লক্ষ্য রাজ্য সরকারের৷

Mamata Banerjee inaugarates Dighasree convention center

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:August 20, 2019 4:29 pm
  • Updated:August 20, 2019 8:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার আদলে দিঘাকে সাজিয়ে তোলার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার লক্ষ্য দিঘাকে ধর্মীয় পর্যটনকেন্দ্র হিসেবে তুলে ধরা৷ মঙ্গলবার দিঘায় কনভেনশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান মুখ্যমন্ত্রী৷ অর্থনৈতিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করাই যে রাজ্য সরকারের লক্ষ্য তাও জানান তিনি৷

[আরও পড়ুন: পরিচারিকাকে নিয়ে পালিয়ে জেলে, মুক্ত হওয়ার পরই গণপিটুনিতে খুন ব্যক্তি]

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই পর্যটনস্থলগুলির সৌন্দর্যায়নের পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগের চেয়ে অনেক বেশি সেজে উঠছে পর্যটনস্থলগুলি, এমনটাই দাবি শাসক শিবিরের৷ দিঘাও তার মধ্যে অন্যতম৷ মেরিন ড্রাইভ থেকে অডিটোরিয়াম, প্রতিশ্রুতি অনুযায়ী তৈরি হয়ে গিয়েছে প্রায় সবকিছুই৷ মঙ্গলবার কনভেনশন সেন্টারের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী৷ এবার দিঘাকে ধর্মীয় পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন তিনি৷ সমুদ্রতটের পাশেই পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ পাশাপাশি থাকবে মসজিদ এবং গির্জাও৷

Advertisement

[আরও পড়ুন: সম্পত্তি লিখে দিতে নারাজ, বাবাকে খুনে অভিযুক্ত ছেলে]

কম খরচে একটু অন্যরকমভাবে সময় কাটানোর জন্য বহু মানুষই ভিড় জমান দিঘায়৷ উৎসবের মরশুমে পর্যটকদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় হোটেল মালিকদের৷ পছন্দসই তো দূর অনেক সময় আশ্রয় নেওয়ার মতো হোটেলও পান না পর্যটকরা৷ এই সমস্যা মেটাতেই বেশ কয়েকটি সরকারি হোটেল তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ ইতিমধ্যেই সংস্কারের অভাবে প্রায় রুগ্ন লারিকা হোটেল সংস্কারের কাজ শুরু হয়েছে৷ বেড়াতে গিয়ে এক জায়গা থেকে অন্যত্র যেতে যাতে কোনও সমস্যা না হয় পর্যটকদের তাই ইলেকট্রিক বাস চালু করা হচ্ছে৷

[আরও পড়ুন: কাটমানি ফেরত চাওয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূ! কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য]

সমুদ্রের পাড়ে কোনওভাবেই প্লাস্টিক ব্যবহার করা না হয়, সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পর্যটনের মাধ্যমে দিঘার অর্থনীতির উন্নতি করাই যে একমাত্র লক্ষ্য, তাও বারবারই নিজের বক্তৃতার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement