Advertisement
Advertisement
Mamata Banerjee

সংখ্যালঘু অধ্যুষিত চোপড়ায় রোড শো মমতার, রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

সংখ্যালঘু অধ্যুষিত চোপড়ায় জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। 'বাংলার নিজের মেয়ে'কে দেখতে রাস্তার দুধারে ভিড় জমিয়েছিল বহু মানুষ। তাঁদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান মুখ্যমন্ত্রীও।

Mamata Banerjee hold road show in Chopra amidst huge crowd | Sangbad Pratidin

চোপড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:January 30, 2024 12:12 pm
  • Updated:January 30, 2024 7:59 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: সংখ্যালঘু অধ্যুষিত চোপড়ায় জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ‘বাংলার নিজের মেয়ে’কে দেখতে রাস্তার দুধারে ভিড় জমিয়েছিল বহু মানুষ। তাঁদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান মুখ্যমন্ত্রীও।

 

Advertisement
চোপড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। নিজস্ব চিত্র।

 

 

মঙ্গলবার দিনভর দুই দিনাজপুরে ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর। বালুরঘাটে রয়েছে প্রশাসনিক সভা। এর মধ্যে চোপড়া, রায়গঞ্জ ও ইসলামপুরে রোড শো করবেন তিনি। উদ্দেশ্যে, আমজনতার কাছে পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ শুনে নেওয়া। জনসংযোগ সাড়া। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক কর্মসূচিতে চোপড়ার পদযাত্রার উল্লেখ ছিল না। হঠাৎই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রোড শো করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ পদযাত্রা করেন তিনি। রাস্তার ধারে থাকা শিশুদের কোলে তুলে আদরও করেন মমতা। 

[আরও পড়ুন: Oyoতে ডেকে মতের অমিল, গুলি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রেমিকাকে খুন!]

চোপড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। নিজস্ব চিত্র।

 

মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছেন আবাল-বৃদ্ধ-বণিতা। তাঁদের মধ্যে উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। তাঁদের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস রাজনৈতিকভাবে অত্যন্ত তাফপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের কথায় মমতাকে ঘিরে সংখ্যালঘু জনতার এই উচ্ছ্বাস আরও একবার বুঝিয়ে দিল তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে মুখ্যমন্ত্রীর উপরই। উল্লেখ্য, এই পথেই ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী।

 

[আরও পড়ুন: শহরের রাস্তায় আর দেখা মিলবে না ভিখারির, উদ্যোগ কেন্দ্রের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement