Advertisement
Advertisement
Mamata Banerjee

মালবাজারে হড়পা বানে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, হাতে তুলে দিলেন সরকারি চাকরির নিয়োগপত্র

মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত নিহতদের পরিবারের সদস্যরা।

Mamata Banerjee gives appointment to the family members of deceased in Mal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 18, 2022 1:49 pm
  • Updated:October 18, 2022 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালবাজারে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত হবে। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত নিহতদের পরিবারের সদস্যরা।

দুর্গাপুজোর বিসর্জনের দিন মালবাজারে হড়পা বানে মৃতদের পরিবারের পাশে আগেই দাঁড়িয়েছিল রাজ্য সরকার। মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল ২ লক্ষ টাকার চেক। আহতরা পেয়েছিলেন ৫০ হাজার টাকা। সোমবার বিকেলে মালবাজারে পৌঁছেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন সকলের সঙ্গে। খতিয়ে দেখেন প্রত্যেকের পরিস্থিতি। এরপর মঙ্গলবার মালবাজারের আদর্শ বিদ্যাভবনে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মৃতদের পরিবারের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগ পত্র। চাকরিতে নিয়োগের চিঠি পেয়ে মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন মৃতদের পরিবারের সদস্যরা।

Advertisement

[আরও পড়ুন:লক্ষ-লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ, হলদিয়ার প্রাক্তন পুরপ্রধানের নামে হুলিয়া জারি আদালতের ]

পাশাপাশি, মালবাজারের প্রশাসনিক বৈঠক থেকে ৫৩ জন আদিবাসীকে সিভিক ভলান্টিয়ারের পদে চাকরির নিয়োগ পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় রেড রোডে পুজো কার্নিভ্যালের দিন একটি আদিবাসী দল নৃত্য পরিবেশন করতে এসেছিল। সেই দলটি মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আরজি জানিয়েছিল। এদিন তাদের ৫৩ জনও পেয়েছেন নিয়োগ পত্র।

প্রসঙ্গত, দুর্গাপুজোর বিসর্জনের দিন ডুয়ার্সের মালবাজার (Malbazar) শহরের পূর্ব প্রান্ত দিয়ে বয়ে যাওয়া মাল নদীতে ঘটে দুর্ঘটনা। আচমকা রুদ্ররূপ ধারণ করে দুরন্ত মাল নদী। পাহাড়ের উপর থেকে ধেয়ে আসে হড়পা বান। সেই বানের তোড়ে ভেঙে যায় প্রশাসনের তৈরি করা বালির বাঁধ। নদী ফিরে পায় তার আগেকার স্রোত। প্রতিমা নিরঞ্জন করতে আসা কয়েকটি গাড়ি ও কয়েকশো মানুষ নদীর স্রোতের মুখে পড়ে। ভেসে যায় বেশ কিছু মানুষ ও প্রতিমা নিরঞ্জনের ট্রাক। মৃত্যু হয় ৮ জনের। সেই মৃতদের পরিবারের হাতেই এদিন তুলে দেওয়া হল নিয়োগ পত্র।

[আরও পড়ুন: একটা চাকরির আশা! মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রশাসনিক সভায় যাবেন মালবাজারে নিহতদের স্বজনরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement