Advertisement
Advertisement
Mamata Banerjee

স্ত্রী বিধায়ক বলে স্বামী কি চাকরি করবে না? লাভলির বরের বদলি নিয়ে ফুঁসে উঠলেন মমতা

লাভলি মৈত্রের স্বামী ডিসিপি সৌম্য রায়কে সরাল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে ভোট সংক্রান্ত কোনও কাজে ব্যবহার করা যাবে না। তিনি কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিপি পদে কর্তব্যরত ছিলেন।

Mamata Banerjee gets furious on Lovely Maitra's Husband transfer
Published by: Paramita Paul
  • Posted:April 2, 2024 4:57 pm
  • Updated:April 2, 2024 5:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে তৃণমূলের তারকা বিধায়কের পুলিশ কর্তা স্বামীকে বদলি। কমিশনের এই ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্মিত মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “এ আবার কী! স্ত্রী বিধায়ক বলে কি স্বামী চাকরি করবে না?” একইসঙ্গে কেন্দ্রকে পালটা প্রশ্ন, “নিজেদের কটা অফিসারকে বদলি করেছে? কজন বিএসএফকে বদলি করেছে?”

রাজ্য শাসক দলের বিধায়ক লাভলি মৈত্রের স্বামী ডিসিপি সৌম্য রায়কে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে ভোট সংক্রান্ত কোনও কাজে ব্যবহার করা যাবে না। তিনি কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিপি পদে কর্তব্যরত ছিলেন। খবর পাওয়া মাত্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: বুধবার থেকে ৫ জেলায় তাপপ্রবাহ, গরম বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও]

চালসার বৃদ্ধশ্রম থেকে বেরিয়ে এই বদলি নিয়ে মমতার প্রতিক্রিয়া, “লাভলি বিধায়ক হওয়ার অনেক আগে সৌম্য আইপিএস হয়েছে। স্ত্রী বিধায়ক বলে কি স্বামী চাকরি করবে না? এ আবার কী!” শুধু তাই নয়, কেন্দ্রকেও পালটা তোপ দেগেছেন তিনি। মমতার প্রশ্ন,”ভোটের মুখে নিজেদের কটা অফিসারকে বদলি করেছে? কজন বিএসএফকে বদলি করেছে? সকলের জন্য বিচার সমান হওয়া উচিত।”

সোনারপুর দক্ষিণের তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র। একুশের ভোটের সময় হাওড়া  গ্রামীণের পুলিশ সুপার ছিলেন সৌম্য। নির্বাচন আচরণবিধি মেনে তখন তাঁকে সরানো হয়েছিল। এবারও লোকসভা ভোটের আগে তাঁক বদলির নির্দেশ দেওয়া হল।

[আরও পড়ুন: আগুনে গরমে পুড়বে গোটা দেশ, এপ্রিল-জুনে ভয়ংকর তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement