সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চারদিনের দার্জিলিং জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, সোমবার পাহাড়ে রওনা হওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ চারদিনে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর৷
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলের বিমানে মুখ্যমন্ত্রী বাগডোগরায় নামবেন৷ রাতে থাকবেন শিলিগুড়িতে৷ মঙ্গলবার শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাবেন মুখ্যমন্ত্রী৷ পাহাড়ে জিটিএর সভায় অংশ নেবেন৷ পরের দিন ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে মংপুতে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন বলে জানা গিয়েছে৷ স্বাধীনতার পর এই প্রথম পাহাড়ে বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে৷ জিটিএ’র প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং জানিয়েছেন, বাগডোগরায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হবে৷ চারদিনের সফর শেষ করে বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী৷
[জয়পুরে দুই বিজেপি কর্মীর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি রাহুল সিনহার]
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার পাহাড়ের কর্মসূচি শেষ করে বিকেলেই তিনি শিলিগুড়িতে নেমে আসতে পারেন৷ মুখ্যমন্ত্রীর সফরের জন্য পুলিশ রবিবার থেকে শিলিগুড়িতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করেছে৷
[কয়লার অভাবে বন্ধ মেজিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিট, উদাসীন কর্তৃপক্ষ]
এর আগে ৯ জুলাই উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিলিগুড়িতে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী৷ চ্যাংরাবান্ধায় কোচবিহার জেলার প্রশাসনিক বৈঠক করেন তিনি৷ আলিপুরদুয়ার জেলার পরিস্থিতি পর্যালোচনায় উত্তরকন্যায় দীর্ঘ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ টি অ্যাডভাইসরি কাউন্সিলের বৈঠক করে চা-বাগান সমস্যার সমাধানে উদ্যোগী হন৷ এদিকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই উত্তরকন্যার সামনে থেকে বাগডোগরা বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন এলাকা হোর্ডিং ও তোরণে সেজে উঠেছে৷
[মহম্মদবাজার ও বাগদায় দুই বধূর মৃত্যু, খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.