নিজস্ব চিত্র
বিশ্বজ্যোতি ভট্টাচার্য: একের পর এক সভা থেকে সিএএ (CAA)-র বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন তিনি সিএএ মানেন না। এবার এই নয়া আইনের বিরুদ্ধে পথে নামছেন তৃণমূল সুপ্রিমো। আগামিকাল অর্থাৎ বুধবার দুপুরে শিলিগুড়ি শহরে মিছিলে করবেন তিনি (Anti CAA Protest)।
সোমবারই লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। কার্যকর হওয়ার আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন, রাজ্য সরকার এর বিরোধিতা করবে। কারোর নাগরিকত্ব কাড়তে দেওয়া হবে না। নাগরিকত্ব গেলে প্রয়োজনে মুখ্যমন্ত্রী আশ্রয় দেবেন। কেন্দ্রের এধরনের ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। প্রয়োজনে পথে নেমে প্রতিবাদ করেছেন তিনি। এবারও যে মমতা পথে নামবেন, তা স্পষ্ট হয়ে গিয়েছিল।
শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আগামিকাল শিলিগুড়ি শহরে প্রতিবাদ মিছিল করবেন। আগামীকাল শিলিগুড়ি শহরের মৈনাক থেকে ভেনাস মোড় পর্যন্ত CAA এবং NRC- র বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান মিছিল হবে বেলা দেড়টায়। প্রতিটি ধর্মের মানুষকে মিছিলে অংশ নিতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও যখন সিএএ-এনআরসির প্রস্তাব রেখেছিল মোদি সরকার, তখনও তিনি কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করেছিলেন। এবার ভোটের আবহে বিজেপির শক্তঘাঁটি উত্তরবঙ্গের ‘গেটওয়ে’-তে মিছিল করবেন তিনি। যা রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.