সুমন করাতি, হুগলি: তৃণমূলের বিরুদ্ধে নানারকমের অভিযোগ উঠছে। বিরোধীরা অভিযোগের ঝুড়ি উপুড় করে দিয়েছে। এমন পরিস্থিতিতে বিচারের ভার আমজনতার হাতে তুলে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দোষ করলে থাপ্পড় মারবে জনগণই, জনতাকে সেই ‘অধিকার’ দিলেন তৃণমূল সুপ্রিমো।
শনিবার আরামবাগের গোঘাটে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই জনতার হাতে ‘অধিকার’ তুলে দেন। বলেন, “তৃণমূল দোষ করলে দুটো থাপ্পড় মারবেন। সেই অধিকার আছে আপনাদের।” এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। বলেন, “বাঙালিরা তোমাদের পছন্দ করে না। ওরা বিজ্ঞাপনে প্রচুর টাকা খরচ করে। অথচ গরিবদের দেওয়ার টাকা নেই। টাকা খরচ করে মন পাওয়া যায় না। এটা হৃদয় দিয়ে হয়।”
এদিনের সভা থেকে মমতা প্রশ্ন তোলেন, “এবার যদি ওরা জিতবেই তবে কেন অমিত শাহ বলবেন, শেয়ারে টাকা জমাও। পরে লাভ পাবেন। আসলে শেয়ার সব ধসে গিয়েছিল। এখন নিজেদের টাকা দিয়ে শেয়ার ঠিক করছে। ওই শেয়ারে যারা টাকা জমাবে, তাদের সব ধসে যাবে। কেউ জমাবেন না।” তাঁর আরও দাবি, “অমিত শাহ নির্বাচন চলাকালীন একথা বলতে পারেন না। এটা পরিষ্কার আদর্শ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। শেয়ারে টাকা ঢালবেন নাকি ঢালবেন না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি বুঝি না।” পরিশেষে তাঁর সংযোজন, “মোদি এবার আসছেন না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.