Advertisement
Advertisement
Mamata Banerjee on CAA

‘আমি থাকতে CAA-NRC নয়’, মোদির নাগরিকত্বের গ্যারান্টির পালটা চ্যালেঞ্জ মমতার

'সিএএ যদি মাছের মাথা হয়, তবে এর লেজ হল এনআরসি,' রাজ্যবাসীকে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee challenge Narendra Modi on CAA issue

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:April 5, 2024 2:22 pm
  • Updated:April 5, 2024 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমি থাকতে, আমাদের সরকার থাকতে সিএএ (CAA), এনআরসি (NRC) করতে দেব না”, সিএএ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টির জবাবে চ্যালেঞ্জ ছুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে তিনি জানালেন, ”সিএএ যদি মাছের মাথা হয় তবে এর লেজ হল এনআরসি।” গোটা বিষয়টাকে বিজেপির চক্রান্ত বলে উল্লেখ করে মানুষকে সতর্ক হওয়ার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

CAA লাগু হওয়ার পর গতকাল, বৃহস্পতিবার প্রথম বাংলায় এসে মোদি (Narendra Modi) সাফ জানান, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে তৃণমূল, বাম ও কংগ্রেসের মতো দলগুলি মানুষকে ভয় দেখাচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, “সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি।” কোচবিহারের জনসভা থেকে মোদির সেই মন্তব্যের জবাব শুক্রবার তুফানগঞ্জ থেকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে সতর্ক করে তাঁর বার্তা, “ওরা সিএএ চালু করেছে আপনাদের বিদেশি বানাবে বলে। বিষয়টি যদি এতই ভালো হয়, তবে বিজেপির প্রার্থীরা কেন সিএএ-তে আবেদন করছে না?” নিজেই এর উত্তর দিয়ে মমতা বলেন, “কারণ সিএএ হল মাছের মাথা। এর লেজটা এনআরসি। আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন। পাশের রাজ্য অসম দেখেছেন, কত লোক মারা গেছে দাঙ্গায়? ওখানকার মতোই ডিটেনশন ক্যাম্পে আপনাকে রেখে বলা হবে, বাংলাদেশ থেকে আপনার বাবা-মায়ের সার্টিফিকেট নিয়ে আসুন। পারবেন তো আনতে?”

Advertisement

[আরও পড়ুন: ‘সন্দেশখালি সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, কেউ মারা যায়নি’, বিজেপিকে খোঁচা মমতার]

এর পরই কেন্দ্রের মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “এনআরসি আমরা মানব না। আমি থাকতে, আমাদের সরকার থাকতে এনআরসি করতে দেব না। সিএএ করতে দেব না। আমি নাগরিক। আপনারা সকলে নাগরিক। আপনাদের ভোটে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তৈরি হয়। যারা ১০ বছর ধরে প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, তারা কীভাবে বলে আপনি নাগরিক নন।”

[আরও পড়ুন: ‘সব পরিবারকে নাগরিকত্ব মোদির গ্যারান্টি’, CAA চালুর পর রাজ্যে এসেই ঘোষণা প্রধানমন্ত্রীর]

উল্লেখ্য, বৃহস্পতিবার কোচবিহারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি। বাংলার সব পরিবারকে আমি বলব, তৃণমূল, বামেরা ভয় দেখাবে। কিন্তু কেউ ভয় পাবেন না। আপনারা ১০ বছর আমার কাজ দেখেছেন। আপনারা মোদির গ্যারান্টিতে নিশ্চিন্তে ভরসা করতে পারেন।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement