Advertisement
Advertisement
ফণীতে জনসভা বাতিল

ফণীর জেরে বাতিল জনসভা, খড়গপুর থেকে পরিস্থিতিতে নজর মুখ্যমন্ত্রীর

রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee cancels poll rally amidst Fani fear
Published by: Sayani Sen
  • Posted:May 3, 2019 11:13 am
  • Updated:May 3, 2019 12:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই ওড়িশায় আছড়ে পড়েছে ফণী৷ বাংলায় খুব শীঘ্রই হয়তো হানা দেবে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়৷ সেই আতঙ্কেই কাঁটা বঙ্গবাসী৷ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিবর্তে দফায় দফায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি৷

[ আরও পড়ুন: পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ফণী, কলকাতায় শুরু মুষলধারে বৃষ্টি]

পঞ্চম দফা নির্বাচনের আগে ভোটপ্রচারে ব্যস্ত  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার এবং শনিবার দুই মেদিনীপুরের একাধিক জায়গায় সভা করার কথা ছিল তাঁর৷ শুক্রবার তারকা প্রার্থী দেবের সমর্থনে ঘাটালে সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ কিন্তু চোখরাঙাচ্ছে ফণী৷ তার জেরে শুক্রবার বাতিল হল মুখ‍্যমন্ত্রীর সভা। বাতিল করা হয়েছে তাঁর শনিবারের মেদিনীপুর, ঝাড়গ্রামের সভাও। শুক্রবার খড়গপুরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই পরিস্থিতির উপর নজর রাখবেন তিনি। বেশ কয়েকদিন ধরে ফণী নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যেই নবান্নে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন৷ প্রস্তুত রয়েছেন সেচ, বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরাও৷ ফণী মোকাবিলার বিভিন্ন দল পৌঁছে গিয়েছে প্রায় সর্বত্রই৷ পরিস্থিতি অনুযায়ী গুরুত্বপূর্ণ বিভাগগুলির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘সবাই সতর্ক থাকুন৷ এই দুটি দিন রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই একমাত্র কাজ৷ ভয় পাবেন না। বিপর্যয়ের সঙ্গে মোকাবিলার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

Advertisement

[ আরও পড়ুন: আয়লার স্মৃতি এখনও টাটকা, ফণী আতঙ্কে ফের ত্রস্ত সুন্দরবন]

খড়গপুর থেকে উপকূলের জেলাগুলির দিকে নজর থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কলকাতার দিকে নজর রাখবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ বৃহস্পতিবার আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি৷ ফণীর মোকাবিলায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। জারি হয়েছে একাধিক সতর্কবার্তা। সরকারি বিদ্যালয়গুলিতে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে। লালবাজারে তৈরি রয়েছে কন্ট্রোলরুম৷ বাতিল করা হয়েছে একাধিক ট্রেন৷ দমদম বিমানবন্দরে বাতিল উড়ান৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement