Advertisement
Advertisement
বুলবুল

উত্তরবঙ্গ সফর বাতিল, কাল বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্য প্রশাসনের ভূমিকার প্রশংসা রাজ্যপালের।

Mamata Banerjee cancel their North Bengal tour due to cyclone Bulbul
Published by: Sayani Sen
  • Posted:November 10, 2019 2:17 pm
  • Updated:November 10, 2019 2:52 pm  

সন্দীপ চক্রবর্তী: বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর বাতিল করে সোমবার নামখানা এবং বকখালি পরিদর্শনে যাবেন তিনি। ক্ষয়ক্ষতির খোঁজখবর নিতে প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। রবিবারই টুইটে বুলবুল পরবর্তী পদক্ষেপের কথা জানান তিনি।

টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের জন্য আমি আগামী সপ্তাহের উত্তরবঙ্গ সফর বাতিল করেছি। তার পরিবর্তে আগামিকাল আমি নামখানা এবং বকখালিতে বুলবুল বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে যাব। এরপর আমি কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করব। খতিয়ে দেখব ক্ষয়ক্ষতির পরিমাণ। আগামী ১৩ নভেম্বর উত্তর ২৪ পরগনার বসিরহাট যাওয়ারও পরিকল্পনা রয়েছে আমার।”

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার মাঝরাতে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ার কথা ছিল প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুলের। তবে গতি বাড়িয়ে শনিবার সন্ধে আটটা নাগাদই এ রাজ্যে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। বুলবুলের দাপটে ক্ষতিগ্রস্ত হয় কাকদ্বীপ, নামখানার বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড় উসকে দিয়েছে আয়লার স্মৃতি। ভেঙে গিয়েছে একাধিক কাঁচাবাড়ি। ঘরছাড়া হয়েছেন অনেকেই। হাতানিয়া-দোয়ানিয়া ফেরিঘাটও ভেঙে গিয়েছে। যার ফলে বিপর্যস্ত জনজীবন। দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি উত্তর ২৪ পরগনার বসিরহাটের অবস্থাও প্রায় একইরকম। বসিরহাটের হিঙ্গলগঞ্জে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। প্রাণও গিয়েছে বেশ কয়েকজনের। এই এলাকাগুলির খোঁজখবর নিতেই ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: বুলবুলে ক্ষতিগ্রস্ত বাংলার পাশে কেন্দ্র, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর]

এদিকে, শনিবার রাত থেকে নবান্নে কন্ট্রোলরুমে বসে পরিস্থিতির উপর নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় মোকাবিলায় নানা পদক্ষেপও নিয়েছে রাজ্য প্রশাসন। বুলবুলে যাতে কোনও মানুষের বিশেষ ক্ষতি না হয় সেই ব্যবস্থা করার জন্য তাই রাজ্য প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement