Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee calls for peaceful celebration on Hanuman Jayanti

Mamata Banerjee: ‘সবার পরিবারে আসুক শান্তি’, হনুমান জয়ন্তী পালনে শান্তির বার্তা মমতার

এর আগেও হনুমান জয়ন্তীতে অশান্তি রুখতে কড়া বার্তা দেন মমতা।

Mamata Banerjee calls for peaceful celebration on Hanuman Jayanti । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 5, 2023 3:11 pm
  • Updated:April 5, 2023 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই হনুমান জয়ন্তী। তার আগে আরও একবার শান্তিপূর্ণভাবে হনুমান জয়ন্তী পালনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিঘার প্রেস ক্লাবের সূচনায় একথা বলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রমজান মাস চলছে। নববর্ষ আসছে। আগামিকাল হনুমান জয়ন্তী। শান্তিতে ভাল করে সব কিছু পালন করুন। শান্তিতে পালন করলে কোনও অসুবিধা হয় না। বাংলা শান্তির জায়গা। বাংলায় সব ধর্ম, সব উৎসব সবাইকে সম্মান করি। সবার উৎসবে সবাই যেন মিলিত হতে পারি। সবার কাছে যেন শান্তির প্রার্থনা করতে পারি।”

Advertisement

[আরও পড়ুন: হনুমান জয়ন্তীতে আধা সামরিক বাহিনী! রাজ্যকে কেন্দ্রের সাহায্য নেওয়ার নির্দেশ হাই কোর্টের]

এর আগে খেজুরির সভা থেকেও হনুমান জয়ন্তীতে অশান্তি রুখতে আগাম সতর্কতা জারি করেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি প্রশাসন ও আমাদের ছেলেমেয়েদের বলছি ৬ তারিখ সতর্ক থাকবেন। আমরা বজরংবলীকে সবাই সম্মান করি। কিন্তু তা নিয়ে কোনও হিংসা যেন না হয়।” যেকোনও ধরনের অশান্তি রুখতে যুবসমাজকে এগিয়ে আসারও বার্তা দিয়েছিলেন। অপ্রীতিকর ঘটনা রুখতে কলকাতা হাই কোর্টও হনুমান জয়ন্তীর মিছিল নিয়ে কড়া নির্দেশ জারি করেছে।

[আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা চেন্নাইয়ে, মন্দির সংলগ্ন জলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু ৫ জনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement