Advertisement
Advertisement
Mamata Banerjee

কুড়মি সমস্যা মেটাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, ঝাড়গ্রামে পৌঁছেই বৈঠকে বসলেন নেতাদের সঙ্গে

বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলায় ধৃত কুড়মি নেতা রাকেশ মাহাতোও।

Mamata Banerjee attends a meeting with kurmi leader | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 8, 2023 7:43 pm
  • Updated:August 8, 2023 8:52 pm

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: কুড়মি সমস্যা মেটাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল সফরের প্রথমদিনেই কুড়মিদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুনলেন তাঁদের সমস্যা ও দাবি। আশ্বাস দিলেন সাধ্য মতো পাশে থাকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে কুড়মি নেতারা জানালেন, “মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এসেছিলাম। অসুবিধা-সুবিধা বললাম।” বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ও বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরে ধৃত কুড়মি নেতা রাকেশ মাহাতোও।

মঙ্গলবারই তিনদিনের জন্য জঙ্গলমহল সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমদিনেই তাঁকে স্বাগত জানান ভারত জাকাত মাঝি পারগানার সদস্যরা। এরপর কুড়মিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে তাঁদের দীর্ঘদিনের দাবিদাওয়া তুলে ধরেন তাঁরা। তা শুনে পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় কুড়মিদের সঙ্গে বৈঠকের ছবিও শেয়ার করেছেন তিনি। লিখেছেন, “আমাদের মা-মাটি-মানুষের সরকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনমানের মানোন্নয়নের জন্য সদা তৎপর। আমি আশাবাদী এই বৈঠক আগামিদিনে কুড়মি জনজাতির প্রত্যেকটি মানুষের জীবনে আলোর দিশারী হয়ে কাজ করবে।” এই বৈঠকে সমস্যা সমাধান হবে বলেই আশাবাদী কুড়মিরা।

Advertisement

[আরও পড়ুন: দল সরেছে মার্কসবাদের আদর্শ থেকে! অভিমানে সিপিএমের বহু কর্মীও SUCI’র ব্রিগেডে]

এদিন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে পৌঁছনোর রামকৃষ্ণ সারদাপীঠের ছাত্রীরা গানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বীরবাহা হাঁসদা-সহ জেলার নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন।

[আরও পড়ুন: পঞ্চায়েত বোর্ড গঠনে অশান্তির আশঙ্কা, ভাঙড়ে ফের জারি ১৪৪ ধারা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement