Advertisement
Advertisement
Mamata Banerjee

গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ! মালদহে জেলা কমিটির বৈঠকে নেতাদের সতর্কবার্তা মমতার

জানা গিয়েছে, জেলা তৃণমূলের সেই আভ্যন্তরীণ নির্বাচনী বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত দশ মিনিট বক্তব্য রাখেন। তিনি সাফ জানান, এখানে বিজেপির সঙ্গে কোনওরকম মাখামাখি চলবে না। ভোটের ফলাফল ভালো হওয়া চাই।

Mamata Banerjee attended district committee meeting in Maldah

নিজস্ব চিত্র

Published by: Sulaya Singha
  • Posted:April 21, 2024 10:06 pm
  • Updated:April 21, 2024 10:09 pm  

বাবুল হক, মালদহ: মালদহের দুই আসন চাই। রবিবার বিকেলে বৈঠক ডেকে জেলার নেতাদের এমনই বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীকে কেন প্রণাম জানিয়েছেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, বৈঠকে এই বিষয়টি তুলে ধরে কৃষ্ণেন্দুকে কার্যত সতর্ক করে দিয়েছেন তৃণমূল নেত্রী।

উল্লেখ্য, একটি মিছিল থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু কৃষ্ণেন্দুকে প্রণাম করেছিলেন। কৃষ্ণেন্দুও খগেনকে আশীর্বাদ করেন। বিষয়টি তৃণমূল নেত্রীর গোচরে আসে। এদিন মালদহ টাউন হলে দলের জেলা কমিটির নেতাদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওল্ড মালদহের নারায়ণপুর এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে সড়ক পথে ইংলিশবাজার শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন টাউন হলে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানেই দলের জেলার নেতাদের সঙ্গে তিনি রুদ্ধদ্বার বৈঠক করেন। টাউন হলে উপস্থিত ছিলেন মালদহ উত্তর ও দক্ষিণ কেন্দ্রের দলের দুই প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায় এবং শাহনাওয়াজ আলি রায়হান। ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নুর, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, দলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সি, চাঁচোলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী প্রমুখ।

Advertisement

[আরও পড়ুন: আউট হয়েই আম্পায়ারের সঙ্গে তর্ক কোহলির, একরাশ ক্ষোভ নিয়ে ইডেন ছাড়লেন ডু প্লেসিসরা]

জানা গিয়েছে, জেলা তৃণমূলের সেই আভ্যন্তরীণ নির্বাচনী বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত দশ মিনিট বক্তব্য রাখেন। সেখানে কড়া বার্তাও দিয়েছেন মমতা। তাঁর অভিযোগ, কেউ কেউ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। সামাজিক মাধ্যমে কথা বলছেন। দলের কাছে সমস্ত খবর রয়েছে। সেই সব নেতাদের সতর্ক করে দিয়ে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, উত্তর এবং দক্ষিণ, দুই মালদহ তৃণমূলের চায়। সেই লক্ষ্যে কাজ করতে হবে। তৃণমূল নেত্রী মালদহের নেতাদের জানিয়েছেন, বিজেপির প্রতারণার ফাঁদে দলের নিচুতলার কোনও নেতা-নেত্রী এবং কর্মীরা যাতে না পড়েন, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেছেন, এখানে বিজেপির সঙ্গে কোনওরকম মাখামাখি চলবে না। ভোটের ফলাফল ভালো হওয়া চাই। এই আশা আমি দলের জেলা নেতৃত্বের কাছে রাখছি। এই সভায় দলের নির্বাচন কমিটি, জেলা নেতৃত্ব-সহ মোট ১২২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তৃণমূল দলের বিধায়ক থেকে সভাপতি, চেয়ারম্যান প্রত্যেকেই এই বৈঠকে উপস্থিত ছিলেন। বিকেল পাঁচটায় এই আলোচনা শুরু হওয়ার পরেই ঠিক সাড়ে পাঁচটায় টাউন হলে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। বিধায়ক নীহাররঞ্জন ঘোষকেও চাঁচোলে ঠিকমতো কাজ করতে নির্দেশ দেন মমতা। একবার সাবিনা ইয়াসমিনকে তিনি বলেন, রতুয়ার প্রবীন বিধায়ক এই প্রখর রোদে যাতে বেশি ঘোরাঘুরি না করেন সেটা দেখতে।

বেশ কিছুক্ষণ আলোচনার পর হাসিমুখেই বৈঠক থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি দলের কর্মীদের সঙ্গে কথা বলেছি।” পরে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আবদুর রহিম বক্সি বলেন, “জেলার দুই লোকসভা কেন্দ্রের দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন।”

[আরও পড়ুন: ‘দিল্লির মুখ্যমন্ত্রীকে ওরা মেরে ফেলতে চায়’, ইন্ডিয়া জোটের মহাসভা থেকে দাবি কেজরিপত্নীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement