Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

‘প্রচারে এসে ফণী নিয়ে বৈঠকের আহ্বান কেন?’ জনসভা থেকে মোদিকে প্রশ্ন মমতার

ফণী পরবর্তী পরিস্থিতি সামাল দিতে লাগবে না কেন্দ্রের সাহায্য, জানালেন বাংলার মুখ্যমন্ত্রী৷

Mamata Banerjee attacks PM Narendra Modi over Fani row
Published by: Sayani Sen
  • Posted:May 6, 2019 2:39 pm
  • Updated:May 6, 2019 2:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফণী পরবর্তী পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে চলছে টানাপোড়েন৷ ফোনের পর এবার মাথাচাড়া দিয়েছে চিঠি বিতর্ক৷ গোপীবল্লভপুরের সভা থেকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটপ্রচারে এ রাজ্যে এসে কেন সরকারি বৈঠক করতে চাইছেন মোদি, সেই প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি৷ ফণী পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের অনুদানের প্রয়োজন নেই বলেও জানালেন মুখ্যমন্ত্রী৷

[ আরও পড়ুন: লাগাতার হিংসার অভিযোগ, ভোটের মাঝেই বারাকপুরে পুনর্নির্বাচনের দাবি বিজেপির]

গত শুক্রবার ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ফণী৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এরপর তা বাংলায় প্রভাব ফেলার সম্ভাবনা ছিল৷ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সভা বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফণীর আশঙ্কা কেটে যাওয়ার পর সোমবার তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে গোপীবল্লভপুরে সভা করেন তৃণমূল নেত্রী৷ ফণী পরবর্তী বাংলার পরিস্থিতি সংক্রান্ত খোঁজখবর নিতে ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেও, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন না তিনি, তা নিয়ে মাথাচাড়া দিয়েছিল বিতর্ক৷ যদিও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রবিবার সাফ জানিয়ে দেওয়া হয় দু’বার চেষ্টা করা হলেও মুখ্যমন্ত্রীকে ফোনে পাওয়া যায়নি৷ ফোন বিতর্কের রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি চিঠি পাঠানো হয় নবান্নে৷ ওই চিঠির মাধ্যমে জানানো হয় এদিনই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কলাইকুণ্ডায় বৈঠক করতে চান প্রধানমন্ত্রী৷ তবে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, নির্বাচনী ব্যস্ততায় বৈঠক করতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছেন বাংলার আধিকারিকরা৷

Advertisement

[ আরও পড়ুন: ভোটের কাজে ব্যস্ত, ফণী নিয়ে মোদির সঙ্গে বৈঠকে ‘না’ বাংলার আধিকারিকদের]

গোপীবল্লভপুরের সভা থেকে এই বিতর্কেরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফণী পরবর্তী বাংলার পরিস্থিতি নিয়ে মোদি রাজনীতি করার চেষ্টা করছেন বলেই অভিযোগ তাঁর৷ তিনি বলেন, ‘‘মোদি আসছেন ঝাড়গ্রামে৷ বিমানে নামবেন কলাইকুণ্ডায়৷ একটা চিঠি দিয়ে ওখানেই ডেকে পাঠালেন আমাদের৷ আমরা ওনার চাকরবাকর? কেন ভোটের প্রচারে এসে বৈঠক করবেন? মুখ্যমন্ত্রী ছাড়া অন্যান্য সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা ভাবেন কীভাবে? ওড়িশায় ভোট হয়ে গিয়েছে৷ তাই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সময় দিয়েছেন৷ ভোটের সময় আমি আপনার সঙ্গে বৈঠক করব না৷ আপনাকে মানি না৷ নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করব৷’’ ফণী পরবর্তী পরিস্থিতিতে সহযোগিতার জন্য কেন্দ্রের কাছ থেকে কোনও সাহায্য লাগবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও একাধিক ইস্যুতে এদিন মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান৷ উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আরজিও জানান তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement