Advertisement
Advertisement

Breaking News

মমতা বন্দ্যোপাধ্যায়

‘দুর্নীতি প্রমাণে ব্যর্থ হলে ১০০ বার কান ধরে ওঠবোস করতে হবে’, মোদিকে চ্যালেঞ্জ মমতার

বিজেপি নিজেদের কথা ভেবে তীব্র গরমে সাত দফা নির্বাচন করছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর৷

Mamata Banerjee attacks PM Narendra Modi at Bankura
Published by: Sayani Sen
  • Posted:May 9, 2019 2:09 pm
  • Updated:May 9, 2019 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল প্রার্থীরা দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে না পারলে, কান ধরে ওঠবোস করতে হবে মোদিকে৷ বাঁকুড়ার তামলির মাঠের সভা থেকে সরাসরি চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ সাত দফায় নির্বাচন করে মোদিকে বাংলার মানুষকে কষ্ট দিচ্ছেন বলেও অভিযোগ তাঁর৷  

[ আরও পড়ুন: ‘আপনার থাপ্পড় আমার কাছে আশীর্বাদ’, পুরুলিয়া থেকে মমতাকে পালটা মোদির]

পাঁচ দফা ভোটগ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে৷ ষষ্ঠ দফায় রাঢ়বঙ্গে ভোটাভুটি৷ তাই তার আগে বাঁকুড়া, পুরুলিয়ার হাইভোল্টেজ প্রচারে ব্যস্ত শাসক-বিরোধী সকলেই৷ লোকসভা নির্বাচন এবার কার্যত গেরুয়া শিবিরের বাংলায় অস্তিত্ব প্রমাণ দেওয়ার লড়াই৷ তাই প্রচারের জন্য বারবারই রাজ্যে আসছেন মোদি৷ বৃহস্পতিবার বাঁকুড়া এবং পুরুলিয়ায় সভা করেন তিনি৷ জনসভার মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থীদের দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগও করেছেন প্রধানমন্ত্রী৷ মোদির সভার কিছুক্ষণের মধ্যেই বাঁকুড়ার তামলির বাঁধ এলাকায় সুব্রত মুখোপাধ্যায়ের হয়ে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রচার সভা থেকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘তৃণমূল প্রার্থীদের কয়লা মাফিয়া বলছেন৷ প্রমাণ দিন প্রার্থীরা কয়লা মাফিয়া৷ প্রমাণ করতে পারলে লোকসভা নির্বাচনে ৪২টি প্রার্থী তুলে নেব৷ মিথ্যে প্রমাণ হলে ১০০ বার ওঠবোস করতে হবে৷ বাংলায় এসে মিথ্যা কথা বলার আগে দশবার ভাববেন৷ একজন প্রধানমন্ত্রীর মুখে মিথ্যে কথা মানায় না৷’’

Advertisement

[ আরও পড়ুন: পুরুলিয়ায় মোদির সভা শুরুর আগে তুমুল বিশৃঙ্খলা, ভিড় সামলাতে নাজেহাল পুলিশ]

মোদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে সকলকে ভয় দেখানোর চেষ্টা করছেন বলে আগেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ বৃহস্পতিবার যদিও আক্রমণের ঝাঁজ ছিল আরও তীব্র৷ এদিনের সভা থেকে তাঁর হুঁশিয়ারি, ‘‘বিজেপির কুকীর্তির প্রমাণ পেনড্রাইভে আছে৷ তাতে গরু পাচারের প্রমাণ রয়েছে৷ ৪-৫ জন কেন্দ্রীয় মন্ত্রী এবং মোদির কুকীর্তি ফাইলবন্দি৷ আমাকে ভয় দেখিয়ে লাভ নেই৷’’ বিজেপি নিজের সুবিধার কথা ভেবে সাত দফায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ তাঁর৷ বাংলায় নির্বাচনের দিনগুলিতে বুথে বুথে অতিরিক্ত বাহিনী মোতায়েন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ অন্যান্য রাজ্যগুলিতে নির্বাচনের সময় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সেই পরিসংখ্যানও চান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement