সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলমহলে মাওবাদীদের অস্তিত্ব এখন অতীত৷ তবে দেশে সেই সমস্যা মোটেও মেটেনি৷ এখনও মাও হামলায় প্রাণহানির ঘটনাও ঘটছে৷ লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে ঠিক এভাবেই মাও ইস্যুকে হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গেরুয়া শিবির মাওবাদী সমস্যা মেটাতে ব্যর্থ বলেই তোপ দাগেন তিনি৷
আগামী ১২ মে ষষ্ঠ দফায় মেদিনীপুরে ভোটাভুটি৷ তার আগে দলীয় প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে দাঁতনে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবাসরীয় প্রচারের শুরু থেকেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেত্রী৷ ১ মে গড়চিরৌলিতে মাওবাদী হানায় মারা যান অন্তত ১৬ জন সিআরপিএফ জওয়ান৷ এই ঘটনার প্রসঙ্গ টেনে এদিনের সভা থেকে মোদিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘জঙ্গলমহলে আর মাওবাদী সমস্যা নেই৷ সাত বছরে আমি মাও সমস্যা মিটিয়ে দিয়েছে৷ কিন্তু মোদি কী করেছেন? বিজেপি মাওবাদীদের হঠাতে ব্যর্থ৷ এখানেই মাওবাদী সমস্যার সমাধান হয়েছে৷’’ সেই চিরাচরিত ভঙ্গিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিতে কাজে লাগিয়ে হুমকি দেওয়া, নোট বাতিল, ধর্মীয় মেরুকরণ-সহ একাধিক ইস্যুতে গেরুয়া শিবিরকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আগামিকাল পঞ্চম দফার নির্বাচন৷ তারপরেও বাকি থাকবে দু’দফা৷ কোন দল কত সংখ্যক আসন পাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে যথেষ্টই৷ যা রীতিমতো ভাবাচ্ছে রাজনীতির কারবারিদের৷ কিন্তু এদিনের দাঁতনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে গোটা দেশে খুবই খারাপ ফল করবে পদ্ম শিবির৷ তাঁর কথায়, ‘‘মাটি, কাঁকরের লাড্ডু খেয়ে বিজেপির দাঁত ভেঙে যাবে৷ খুব বেশি হলে ১৫০টি আসন পাবে বিজেপি৷’’ লোকসভা নির্বাচন যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা এদিনের সভায় উপস্থিত সাধারণ মানুষদের কাছে তুলে ধরেন তৃণমূল নেত্রী৷ বিজেপিকে পরাস্ত করতে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আরজিও জানান তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.