Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

‘দেশের সবচেয়ে বড় বিপদ মোদি সরকার’, পাণ্ডুয়ার প্রচারে তোপ মমতার

বিজেপি কর্মীদের মৃত্যুর নেপথ্যে তৃণমূলের জড়িত থাকার অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী৷

Mamata Banerjee attacks Narendra Modi in Pandua
Published by: Sayani Sen
  • Posted:April 27, 2019 2:16 pm
  • Updated:April 27, 2019 5:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৬ মে হুগলি লোকসভা কেন্দ্রে ভোট৷ তার আগে চলছে হাইভোল্টেজ প্রচার৷ ওই লোকসভা কেন্দ্রের প্রার্থী রত্না দে নাগের সমর্থনে পাণ্ডুয়ায় নির্বাচনী সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সভামঞ্চ থেকে বিজেপিকে ‘বিপজ্জনক’ এবং ‘পচা শামুক’ বলে তীব্র আক্রমণ করলেন তিনি৷ তোপ দাগলেন সিপিএমের বিরুদ্ধেও৷

[ আরও পড়ুন: প্রচারে ভোজপুরী গানে কোমর দুলিয়ে মঞ্চ মাতালেন মুনমুন]

পাণ্ডুয়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বক্তৃতার প্রায় সিংহভাগ জুড়ে ছিলেন নরেন্দ্র মোদি৷ একাধিক ইস্যুতে কড়া ভাষায় তাঁকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী৷ তিনি বলেন, ‘‘পাঁচ বছরে কোনও কাজ করেনি বিজেপি৷ বারো হাজার কৃষক আত্মহত্যা করেছেন৷ গ্যাসের দাম বেড়েছে৷ দেশের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে মোদি সরকার৷ দেশকে বাঁচাতে চাইলে তৃণমূল প্রার্থীকে ভোট দিন৷’’

Advertisement

গেরুয়া শিবিরের সঙ্গে বামেরা হাত মিলিয়েছে বলেও অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সিপিএম ৩৪ বছর ধরে অত্যাচার করেছে৷ পা থেকে মাথা – এমন কোনও জায়গা নেই যেখানে আমাকে মারধর করা হয়নি৷ সিপিএমের হার্মাদ এখন হয়েছে বিজেপির ওস্তাদ৷ যারা অত্যাচার-সন্ত্রাস করে, হিন্দু-মুসলমানে ভেদাভেদ করে, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই৷ নরেন্দ্র মোদির মতো বিজেপি নেতারা শুধু দাঙ্গা করে৷’’

[ আরও পড়ুন: তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হবে, কড়া চ্যালেঞ্জের মুখে হুঙ্কার অধীরের]

নির্বাচনী আবহে ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি নেতা,কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ প্রতিটি ঘটনাতেই তৃণমূলের যোগসাজশের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির৷ প্রচারমঞ্চ থেকে এই অভিযোগ খারিজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘মনের দুঃখে কখনও গলায় দড়ি দিয়ে কিংবা জলে ডুবে আত্মহত্যা করছে৷ আর তা খুন বলে চালানো হচ্ছে৷ ময়নাতদন্ত রিপোর্টে মিথ্যা ধরা পড়ে গিয়েছে৷ প্রতিটি ঘটনা আত্মহত্যা ছাড়া কিছুই নয়৷’’ রামনাম নিয়ে ভোট বৈতরণী পেরনো সম্ভব নয় বলেও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

[ আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কমিশনের দ্বারস্থ তৃণমূল]

বিজেপি, সিপিএমকে আক্রমণের পাশাপাশি এদিনের জনসভার মঞ্চ থেকে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম, মেডিক্যাল কলেজ, মাটিতীর্থ, কর্মতীর্থ, রাস্তাঘাট, মসলিন ক্লাস্টার তৈরি করা হয়েছে৷ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূলকে ভোট দেওয়ার আরজি জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement