সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চম দফায় বারাকপুরে নির্বাচন৷ ভোটে যুযুধান দুই পক্ষ৷ তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী বনাম বিজেপির অর্জুন সিংয়ের লড়াই৷ তার আগে ভাটপাড়ায় প্রচারে এসে নাম না করে অর্জুন সিংকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা নির্বাচনের আগে অর্জুন তাঁর কাছে টিকিট চেয়েছিলেন বলেও দাবি তৃণমূল নেত্রীর৷ পাশাপাশি ৪০ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এই দাবিও সভামঞ্চ থেকে নস্যাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
একসময় শক্ত হাতে ভাটপাড়ায় তৃণমূলের সাংগঠনিক কাজ দেখভাল করেছেন অর্জুন সিং৷ ২০০৪ সালে তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে শেষবার লড়েছিলেন তিনি৷ তবে এখন দলবদল করেছেন অর্জুন সিং৷ নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে৷ এদিন দলবদলকারী নেতার গড়ে এসে অর্জুনকে নাম না করে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘একজন গদ্দার ভোটের টিকিট চাইতে এসেছিল৷ তাকে টিকিট দিইনি৷ গদ্দার সব দলে থাকে৷’’
এই ইস্যুতে টেনে আনেন দিনকয়েক আগে শ্রীরামপুরে দলীয় প্রার্থী দেবজিৎ সরকারের হয়ে প্রচারে এসে নরেন্দ্র মোদির বিস্ফোরক দাবি৷ ওইদিন প্রচার সভা থেকে মোদি দাবি করেন ৪০ জন বিধায়ক নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন৷ ভোটের পর তাঁরা দলবদল করার জল্পনাও উসকে দিয়েছিলেন মোদি৷ ভাটপাড়ার সভা থেকে ‘ঘোড়া কেনাবেচা’র জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘ভোটপ্রচার, নাকি ঘোড়া কেনাবেচা করতে এসেছিলেন মোদি? একজন প্রধানমন্ত্রীর মুখে একথা শোভা পায় না৷ আপনার লজ্জা থাকা উচিত৷ কারা যোগাযোগ রাখছেন নাম বলুন৷’’ ইতিমধ্যেই এই একই প্রসঙ্গে সুর চড়িয়েছিলেন ডেরেক ও’ব্রায়েন৷ নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলেই টুইটে জানিয়েছিলেন তৃণমূল নেতা৷
ধর্মের নামে বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলে আগেও একাধিকবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনও তার ব্যতিক্রম নেই৷ একই অভিযোগে সরব হন তিনি৷ তাঁর কথায়, ‘‘দাঙ্গাবাজকে ছাড়ব না৷ আমিও যদি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করি৷ আমাকে ছাড়বেন না৷ গুণ্ডামি চলবে না৷’’ এছাড়াও তদন্তকারী এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে মোদি অন্যান্য রাজনীতিকদের দমিয়ে রাখার চেষ্টা করছেন বলেও তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী৷ শান্তিতে থাকতে চাইলে তৃণমূল প্রার্থীকে ভোট দিন বলেও ভোটারদের কাছে আরজি জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.