Advertisement
Advertisement

রাস্তায় নেমে দার্জিলিংয়ে আটকে পড়া পর্যটকদের আশ্বস্ত করলেন মমতা

মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগ, আটকে পড়া পর্যটকদের কলকাতায় ফেরাতে বিশেষ বাস চালু৷ 

Mamata Banerjee assures help for tourists stuck in darjeeling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2017 3:25 am
  • Updated:June 9, 2017 3:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোর্খা জনমুক্তি মোর্চার জঙ্গি বিক্ষোভে থমথমে দার্জিলিং৷ বনধ, ধর্মঘটের জেরে শুনশান পথঘাট, ম্যাল৷ এই পরিস্থিতিতে শুক্রবার সকাল থেকেই ম্যালের রাস্তায় নেমে পর্যটকদের ভরসা জোগালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়ে দিলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ রাজ্য সরকার প্রত্যেক পর্যটকের পাশে রয়েছে৷ কোনওরকম বেআইনি দাবি-দাওয়া মানা হবে না বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি শুনিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পুলিশ ও আইন তাদের কাজ করবে বলে জানিয়েছেন মমতা৷ পাশাপাশি, সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি৷

[মোর্চা তাণ্ডবে ধস পর্যটনে, একদিনেই বুকিং বাতিল ৩০ শতাংশ]

মুখ্যমন্ত্রী জানান, সকাল ১১টা থেকে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে৷ প্রাথমিকভাবে ৮-১০টি বাস রাস্তায় নামানো হয়েছে৷ শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে কলকাতা যাওয়ার জন্যও বিশেষ বাসের বন্দোবস্ত করে রেখেছে NBSTC৷ ইতিমধ্যেই বাস পরিষেবা শুরু হয়ে গিয়েছে৷ প্রথম বাসটি ইতিমধ্যেই ২৬ জন পর্যটককে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয়ে গিয়েছে৷ ৩৫ জন যাত্রী নিয়ে ছেড়েছে আর একটি বাসও৷ সন্ধ্যা নাগাদ দু’টি বাসই কলকাতায় এসে পৌঁছবে৷ তবে এখনও দাঁড়িয়ে রয়েছেন প্রচুর পর্যটক৷ তাঁদের অভিযোগ, গতকালের পরিস্থিতির পর পাহাড় থেকে সমতলে নামতে এক শ্রেণির ট্র্যাভেল অপারেটর অতিরিক্ত অর্থ দাবি করেন৷ বাতিল করা হয়েছে টয়ট্রেন৷ একই ছবি কালিম্পংয়েও৷ দোকানপাট, পরিবহণ ব্যবস্থা প্রায় স্তব্ধ৷ সেখান থেকে শিলিগুড়ি ফেরার বাস মিলছে না বলে দাবি আটকে পড়া পর্যটকদের৷ নেই পর্যাপ্ত খাবারও৷

এদিন সকাল থেকে অবশ্য নতুন করে কোথাও কোনও অশান্তি হয়নি৷ ম্যালের রাস্তায় নেমে পর্যটকদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী৷ আহতদের চিকিৎসার আশ্বাস দেন তিনি৷ আহত এক পুলিশকর্মীর জন্য প্রয়োজনে হেলিকপ্টার এনে কলকাতায় উড়িয়ে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ দার্জিলিংয়ের জেলাশাসকের দপ্তরে খোলা হচ্ছে বিশেষ হেল্পলাইন নম্বর৷ মুখ্যমন্ত্রী জানান, আইন আইনের পথে চলবে। এই পরিস্থিতি বরদাস্ত করা হবে না। কথায় কথায় বনধ, অবরোধ মানা হবে না। কোনও ইস্যু ছাড়াই বনধ ঘোষণা করা হয়েছে, অভিযোগ মমতার৷ মোর্চার জঙ্গি আন্দোলন পাহাড় থেকে পর্যটকদের তাড়িয়ে দিচ্ছে বলেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷ এদিন সকাল থেকে মুখ্যমন্ত্রী যেভাবে ম্যালের রাস্তায় নেমে পর্যটকদের আশ্বস্ত করছেন, তাতে খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন তাঁরা৷

[মোর্চার বিক্ষোভে অগ্নিগর্ভ পাহাড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাক সেনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement