সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু সংসদে সে ব্যাপারে উচ্চবাচ্য নেই সরকারের৷ সংবিধান অনুযায়ী অন্তত একবার বিষয়টি সংসদে ছুঁইয়ে রাখা উচিত৷ কিন্তু তা করা হয়নি৷ অর্ডিন্যান্স বা বিল পাশ তো দূরের কথা, টেবিলেও এ প্রস্তাব রাখা হয়নি৷ এবার এ ব্যাপারে রাষ্ট্রপতির দ্বারস্থ হবে তৃণমূল৷ বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
গোড়া থেকেই নোট বাতিলের বিরোধিতা করেছেন তৃণমূল সুপ্রিমো৷ দেশের অর্থনীতি যে এতে বিরাট ধাক্কা খাবে সে সম্ভাবনার কথা জানিয়েছিলেন একেবারে প্রথমেই৷ এতদিন পর আবার সে কথাই মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন রবিশস্যের চাষ থেকে শুরু করে চা বাগানের পরিস্থিতির উল্লেখ করে তিনি জানান, ক্রমশ খারাপ অবস্থার দিকে এগোচ্ছে রাজ্য৷ জোর করে দেশের মানুষের উপর ক্যাশলেস পলিসি চাপিয়ে দেওয়া হচ্ছে বলে ফের অভিযোগ করেন তিনি৷ তাঁর দাবি, স্বাধীনতার পর থেকে দেশে যে অগ্রগতি হয়েছে, এক সিদ্ধান্তের ধাক্কায় সব বন্ধ হতে বসেছে৷ তাঁর প্রশ্ন, ‘দেশটা কে চালাচ্ছে? অর্থমন্ত্রী নিজেও জানেন না৷ প্রধানমন্ত্রী ও চারজনে মিলে দেশ চালাচ্ছেন৷’ আলিবাবা ও চল্লিশ চোরের অনুকরণে এদিন ‘আলিবাবা ও চার’ বলেও প্রধানমন্ত্রী ও সহযোগীদের কটাক্ষ করেন তিনি৷ নোটবন্দির পর থেকে রাজ্যে যত মানুষ কাজ হারিয়েছেন, তার তালিকাও রাষ্ট্রপতির কাছে পেশ করবেন বলে জানান তিনি৷
রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি৷ কেন বাংলায় পর্যাপ্ত টাকার জোগান নেই সে প্রশ্ন তোলেন মমতা৷ জানান, এ ব্যাপারে তিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সঙ্গেও কথা বলেছেন৷ দলীয় নেতাদের প্রতি তাঁর নির্দেশ ব্লক বা অঞ্চল স্তরে এর প্রভাব কী পড়েছে তার নিখুঁত বিবরণ তুলে ধরতে৷ সেই প্রতিক্রিয়া নিয়েই রাষ্ট্রপতির দরবারে পৌঁছানোর পরিকল্পনা মমতার৷
তবে এদিন তাঁর গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল নোট বাতিলের সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা নিয়ে৷ জানান তাঁর রাজনৈতিক জ্ঞান অনুযায়ী, এই সিদ্ধান্ত অন্তত সংসদে ছুঁইয়ে নেওয়া উচিত ছিল৷ কিন্তু এই সরকার তার ছায়াও মাড়ায়নি৷ তাঁর প্রশ্ন, ইনকাম ট্যাক্স বিল বা ডিজঅ্যাবিলিটি বিল যদি পাশ করানো হয়, তাহলে নোট বাতিল নিয়ে কিছু করা হল না কেন? আর তাই তাঁর দাবি, এই সরকার নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে৷ ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ‘মোদি হটাও দেশ বাঁচাও’ স্লোগান তোলা হবে বলেও জানিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.