Advertisement
Advertisement

Breaking News

যা হয়েছে তা অতীত, দার্জিলিংকে কেন্দ্র করে এডুকেশন হাব গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

মংপুতে তৈরি হবে বিশ্ববিদ্যালয়।

Mamata Banerjee announces Education hub in Darjeeling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2018 3:52 pm
  • Updated:May 29, 2018 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগুন জ্বলেছিল। তবে তা অতীত। তবে এখন ছাই ওড়ার পালা নয়, বরং উন্নয়নের সবুজে পাহাড়কে মুড়ে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পাহাড় থেকে সে বার্তাই দিলেন তিনি।

 শিকারি কুকুরের হানায় ৯০টি ভেড়ার মৃত্যু, আতঙ্কে ঘুম ছুটেছে বাসিন্দাদের ]

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী বললেন, পাহাড়ে যা হয়েছিল তা অতীত। সে সব মনে রাখলে চলবে না। বরং তা ভুলেই উন্নয়নের পথে এগোতে হবে। এখানে এলেই তেনজিং নোরগের কথা মনে পড়ে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষ পাহাড়কে ভালবাসে। পর্যটন ব্যবস্থা তাই এখানে আরও বাড়াতে হবে বলেই মত তাঁর। তবে থাকার জায়গার অভাব আছে। তাই হোটেল, হোম স্টে যাতে আরও বাড়ে সেদিকে নজর দিতে বলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এক নয়া সমীকরণের জন্ম হয় পাহাড়ে। উন্নয়ন বোর্ডের অনুষ্ঠানে হাজির ছিল জিটিএ ও মোর্চা সমর্থকরা। মুখ্যমন্ত্রীর বার্তা, সকলে একজোট হয়েই উন্নয়ন করতে হবে। পাহাড়কে নিয়ে সে পরিকল্পনার কথাও শোনান তিনি। দার্জিলিংকে কেন্দ্র করে এডুকেশন হাব গড়ে তুলতে চান মুখ্যমন্ত্রী। একাধিক কলেজ ও আইটিআই তৈরির ভাবনা আছে রাজ্য সরকারের। এদিন তিনি জানান, ৮টি বোর্ডের জন্য মোট ৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাছাড়া মংপুতে জমি দেখা হয়েছে বিশ্ববিদ্যালয় তৈরির জন্য। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে দেন যে, পাহাড়ে উন্নয়নের জন্য তিনি লড়াই করে যাবেন। জোর করে বনধ করলে বা বেচাল পদক্ষেপ করলে সেই উন্নয়নই থমকে যাবে। যাতে আখেরে ক্ষতি পাহাড়ের মানুষেরই। পাহাড়ের স্বার্থেই তাই একসঙ্গে কাজ করার ব্যাপারে উৎসাহিত করেন তিনি। বলেন, যে বোর্ড ভাল কাজ করবে তাদের আরও সাহায্য করা হবে।

 নিপার আতঙ্ক, মশারি দিয়ে ঢাকা হল আমগাছ ]

অশান্ত পাহাড়ের ছবি এখন সত্যিই অতীত। বিমল গুরুংয়ের নেতৃত্বে যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, তা শক্ত হাতেই সামলে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার খেসারতও দিতে হয়েছে। শহিদ হয়েছেন তরুণ পুলিশ অফিসার অমিতাভ মালিক। তবে তরুণের মৃত্যু যে বৃথা যাবে না এদিন উন্নয়নের পরিকল্পনাতেও তা স্পষ্ট করে দিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement