Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

‘বেছে বেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ’, প্রশাসনিক বৈঠকে পুলিশকে তোপ মমতার

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় পূর্ত দপ্তরের কাজের সমালোচনায় মুখ্যমন্ত্রী৷

Mamata Banerjee accuses police of targeting TMC cadres
Published by: Tanujit Das
  • Posted:September 25, 2019 3:26 pm
  • Updated:September 25, 2019 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ করত বিরোধীরা, বুধবার সেই একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়৷ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, বেছে বেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে৷ শাসকদলের কর্মীদের হেনস্তা করা হচ্ছে৷ কিন্তু বিরোধী দলের অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷

[ আরও পড়ুন: সন্তান চুরির আশঙ্কা, চোর ধরতে ব্রহ্মপুত্র মেল থেকে ঝাঁপ মহিলার ]

Advertisement

পাশাপাশি, এদিন বৈঠকের শুরুতে নির্দিষ্ট সংখ্যা দিয়ে পূর্ত দপ্তরের কাজের এবং দুই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পূর্ত দপ্তরের কাজ নিয়ে ৭০৬টি অভিযোগ দায়ের হয়েছে৷ পিডব্লুডি’র কাজে গাফিলতি হচ্ছে৷ সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ রাস্তাঘাট নিয়ে৷ ৩০৬টি অভিযোগ এসেছে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে৷ পুলিশের কাজে গাফিলতি রয়েছে৷ অভিযোগ জানাতে এলে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে৷ ছ’মাসের তথ্য আমার কাছে রয়েছে৷’’ অন্যদিকে পুলিশ-প্রশাসনের এই গাফিলতি আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী৷ একহাত নেন মেদিনীপুরের আইসিকে৷ পাশাপাশি, ঘটাল, কেশপুর, পিংলা, পাঁশকুড়া ও বাঁকুড়া-ঝাড়গ্রামের সীমান্তে অবস্থিত ঝিলিমিলি থানার বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি৷ এদিনের প্রশাসনিক বৈঠকে বিডিওদেরও কাজ নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ হুঁশিয়ারির সুরে জানান, বাংলা আবাস যোজনা লিখতে হবে৷ আবাস যোজনা লিখছেন না বিডিওরা৷ না লিখলে এবার ব্যবস্থা নেওয়া হবে৷ ঝাড়গ্রামের বিডিও অফিস থেকে বালি খাদান নিয়ে দুর্নীতি হচ্ছে৷ বিনপুর-১-এর বিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে৷

[ আরও পড়ুন: ‘আপনি ধর্মান্ধ, আপনার ধর্ম বাম-বাদ’, উর্মিমালা বসুকে তোপ বাবুলের ]

নতুন ডিজিটাল রেশন কার্ড ও তাতে ভুল সংশোধনের সময়সীমা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে, এদিন তাও সমাধান করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘প্রথম ধাপে নতুন রেশন কার্ড ও সংশোধনের কাজ শেষ হবে ২৭ সেপ্টেম্বর৷ এরপর পুজো শুরু হয়ে যাবে৷ পুজোর পর আবার দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে ৫ নভেম্বর থেকে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত৷’’ এদিনের প্রশাসনিক বৈঠক থেকে আবার এনআরসি ইস্যুতেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে প্রশাসন ও দলীয় কর্মীরা যাতে সাধারণ মানুষকে সাহায্য করেন, সেই পরামর্শ দেন৷ তিনি বলেন, ‘‘ভোটার তালিকায় নামের ভেরিফিকেশন চলছে৷ যারা ভোটার অফিসার রয়েছেন তারা অফিসে বসছেন না৷ আপনারা অফিসে বসুন৷ ভোটার তালিকায় মানুষকে নাম তুলতে সাহায্য করুন৷ পঞ্চায়েত সমিতির সভাপতিরা পাঁচদিন পঞ্চায়েতে বসুন৷ দু’দিন মানুষের কাছে যান৷ বিডিও, বিধায়করাও মানুষের কাছে যান৷’’ রেশন ও ভোটার কার্ডে নাম তুলে দেওয়াকে কেন্দ্র করে জেলায় জাল এজেন্ট চক্র তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ বিষয়টি পুলিশকে দেখার পরামর্শ দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রেশন কার্ড ও ভোটার কার্ড করার নামে জাল এজেন্ট বেরিয়ে গিয়েছে৷ নাম তোলার জন্য বা সংশোধনের জন্য একা টাকা নিচ্ছে৷ এটা বেআইনি৷ পুলিশ নজরে রাখুন৷ এজেন্টরা কোনও রাজনৈতিক দলের সদস্য নয়৷ ’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement