Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

‘রাজ্যে বন্‌ধ হয়নি, শুধু গুন্ডাগিরি হয়েছে’, সিপিএমকে তোপ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

'বছরে চারবার বনধ ডাকে সিপিএম, সেজন্যই ওরা সাইন বোর্ড', তোপ মমতার।

Mamata alleges hooliganism in the name of enforcing Bandh
Published by: Subhajit Mandal
  • Posted:January 8, 2020 1:35 pm
  • Updated:January 8, 2020 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলির ডাকা বনধে সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে। ধর্মঘট সমর্থকরা কোথাও বাস-অটো ভাঙচুর করেছে, কোথাও পুলিশ গাড়িতে হামলা চালিয়েছে, কোথাও আবার ট্রেন লাইনের উপর বোমা রেখেছে। শুধু বারাসতেই ৩ জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। বাম-কংগ্রেস কর্মীসমর্থকদের এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বনধের নামে গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। রাজ্যে বন্‌ধ সফল হয়নি। বনধের নামে গাড়ি জ্বালিয়ে, ট্রেনের তলায় বোমা রেখে গুন্ডাগিরি হয়েছে।

Nungi-Bomb-recover
এদিন, বনধ ডাকার জন্য সিপিএমকে তোপ দেগে মমতা বলেন, “বনধের নামে গুন্ডাগিরি হয়েছে। কোথাও গাড়ি জ্বালিয়েছে, কোথাও ট্রেনের নিচে বোমা রেখেছে। বাংলায় এসব বরদাস্ত করা হবে না। বছরে চারবার করে বন্‌ধ ডাকে সিপিএম। এই করতে করতে দলটা রাজ্যে সাইন বোর্ড হয়ে গিয়েছে। এর চেয়ে কেরলের সিপিএম অনেক ভাল।” মুখ্যমন্ত্রী এদিন সিপিএম সমর্থকদের মনে করিয়ে দেন, “দেশের অর্থনীতির কথা ভাবতে হবে। বনধে জন্য একজন দোকানদার একজন কর্মচারী এদের কথা ভাবতে হবে। এই বনধের ফলে কত ক্ষতি হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: বামেদের ধর্মঘট LIVE: ‘আন্দোলনের নামে গুন্ডামি চলছে’, রেললাইনে বোমা উদ্ধার নিয়ে ক্ষুব্ধ মমতা]

মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন তিনি ইস্যু সমর্থন করেন। কিন্তু বনধকে সমর্থন করেন না। এভাবে গুন্ডাগিরি করে প্রতিবাদ করা যায় না। তিনি বলেন, “ট্রেনের নিচে বোমা রেখে, বাইক পুড়িয়ে, বাস ভেঙে গুন্ডাগিরি। বনধের নামে গুন্ডাগিরি করতে দেওয়া হয়নি, হবেনা। আমি সিপিএমের মতো গুলিপন্থায় বিশ্বাস করি না। মারপিট পন্থায় বিশ্বাস করি না। শান্তিপূর্ণ আন্দোলন করুন। রাস্তায় নামুন। প্রতিবাদের অনেক ভাষা আছে।”

Strike

[আরও পড়ুন: বামেদের ধর্মঘটে উত্তেজনা বর্ধমানে, আক্রান্ত বাস ও লরিচালকরা]

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই কর্মসংস্কৃতি ফেরাতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও ইস্যুতে কোনও বন্‌ধই তিনি সমর্থন করেন না। কোনও রাজনৈতিক দল বনধ ডাকলে রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে তার প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের তরফেও বনধের বিরোধিতায় আলাদা করে উদ্যোগ নেওয়া হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement