Advertisement
Advertisement

Breaking News

TMC leader

শিশু বিক্রি রোখার নামে টাকা আত্মসাৎ! কাঠগড়ায় মালদহের তৃণমূল নেতা

অভিযোগ, অভাবের তাড়নায় পরিযায়ী শ্রমিকের স্ত্রী দেড় লক্ষ টাকায় সন্তান বিক্রি করেন।

Malda's TMC leader allegedly connected with child selling case । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:November 19, 2023 2:39 pm
  • Updated:November 19, 2023 2:39 pm  

বাবুল হক, মালদহ: অভাবের তাড়নায় নিজের সন্তান বিক্রি করল মা! দেড় লক্ষ টাকার বিনিময়ে মাত্র ১৮ দিনের সদ্যোজাতকে স্থানীয় ব্যবসায়ী দম্পতির কাছে বিক্রির অভিযোগ। এই ঘটনায় নাম জুড়েছে তৃণমূলেরও। সদ্যোজাতকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার নামে ওই তৃণমূল নেতা টাকা আত্মসাৎ করেন বলেই অভিযোগ। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল এবং বিজেপির মধ্যে চলছে জোর তরজা।

স্বামী ভিনরাজ্যে কাজ করেন। সংসারে অর্থাভাব। ঠিকভাবে জোটে না খাবার। রয়েছে এক বছরের শিশু সন্তান। ১ নভেম্বর ফের এক পুত্রসন্তানের জন্ম দেন মহিলা। অভিযোগ, অর্থাভাবে নিজের ১৮ দিনের খুদেকে এক ব্যবসায়ী দম্পতির কাছে দেড় লক্ষ টাকায় বিক্রি করেন তিনি। সেকথা স্বীকারও করে নিয়েছেন ওই মহিলা। শিশুবিক্রির খবর জানাজানি হতেই স্থানীয় তৃণমূল নেতা দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায় ওরফে বিট্টু  আসরে নামেন। খুদেকে ওই ব্যবসায়ী দম্পতির কাছ থেকে এনে মায়ের কোলে তুলে দেন। ওই দেড় লক্ষ টাকাও তৃণমূল নেতা কেড়ে নেন বলেই অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: বিষাক্ত গ্যাসের বলি! গাড়ির ভিতরে উদ্ধার জনপ্রিয় অভিনেতার নিথর দেহ]

পরবর্তীতে গ্রামে বসে সালিশি সভা। ১ লক্ষ ২০ হাজার টাকা ফেরত দেন। তবে ৩০ হাজার টাকা এখনও ফেরত দেননি ওই তৃণমূল নেতা। অন্যদিকে, ওই ব্যবসায়ী দম্পতি সন্তান কেনার অভিযোগও অস্বীকার করেছেন। তৃণমূল নেতার দাবি, তিনি টাকা আত্মসাৎ করেননি। শুধুমাত্র শিশুবিক্রি রুখেছেন।

এই ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। পালটা বিজেপির দাবি, “রাজ্যের কর্মসংস্থানের বেহাল দশা। মানুষের অর্থনৈতিক পরিস্থিতি মোটেও ভালো নয়। দারিদ্র্যের জেরে সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। সেখান থেকেও কাটমানি নিচ্ছে তৃণমূল।” যদিও ঘাসফুল শিবিরের তরফে অভিযোগ নস্যাৎ করা হয়েছে। দাবি, তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা টাকা নেওয়ার অভিযোগ বিরোধীদের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement