Advertisement
Advertisement

Breaking News

Malda's BJP candidate allegedly influencing voters

WB Civic Polls 2022: প্রচারে বেরিয়ে টাকা বিলি, ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কাঠগড়ায় বিজেপি প্রার্থী

নির্বাচন কমিশনে যাওয়ার ভাবনা তৃণমূলের।

Malda's BJP candidate allegedly influencing voters । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 23, 2022 9:27 am
  • Updated:February 23, 2022 9:27 am  

বাবুল হক, মালদহ: পুরুলিয়ার পর মালদহ। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ফের কাঠগড়ায় বিজেপি প্রার্থী। ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ উঠল মালদহের ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার ভাবনা তৃণমূলের।

মালদহের ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন। বিজেপির উত্তরীয় পরে সেই টাকা দিচ্ছেন তিনি। আর এই ভিডিও ভাইরাল হতেই আসরে নামে তৃণমূল। জেলা তৃণমূল নেতা দুলাল সরকারের দাবি, ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে কোনও প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলি পুরোপুরি বেআইনি। নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তৃণমূল আবেদন জানাবে বলেও দাবি তাঁর। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল। তাঁর দাবি, দলীয় কর্মী আর্থিক সমস্যায় পড়েছেন। তাই তাঁকে টাকা দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: শীঘ্রই শিয়ালদহ স্টেশনেও মিলবে মেট্রো পরিষেবা, গুণতে হবে বাড়তি ভাড়া]

গত রবিবার পুরুলিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। ভোটারদের মন পেতে মাংস বিলি করেন বলেই অভিযোগ। এক-একজন ভোটারকে ব্যাগ ভরতি মাংস নিয়ে যেতে দেখা যায়। জিজ্ঞেস করলে ভোটাররা জানান, “খাওয়া-দাওয়া হবে। কাল্টুদা মাংস দিয়েছে।” উল্লেখ্য, কাল্টুদা সুদীপ মুখোপাধ্যায়ের অপর নাম।

meat

মাংস বিলির ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ‘সংবাদ প্রতিদিন’-এর ক্যামেরাতেও সেই ছবি ধরা পড়ে। খবর পৌঁছয় তৃণমূলের বিদায়ী প্রার্থী পুরপ্রশাসক নবেন্দু মাহালির কাছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে সুদীপ মুখোপাধ্যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগে শিরোনামে মালদহের বিজেপি প্রার্থী। 

[আরও পড়ুন: মানবিক উদ্যোগ, বিরল রোগে আক্রান্ত কিশোরকে আর্থিক সাহায্য কেএল রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement