Advertisement
Advertisement

গরু কেন কম দুধ দিচ্ছে? বিতর্কে রক্তারক্তি কাণ্ড মালদহে

অভিযোগ গড়িয়েছে থানা পর্যন্ত৷

Maldah: People clashes for cow's milk!

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:September 25, 2018 6:16 pm
  • Updated:September 25, 2018 7:13 pm

বাবুল হক, মালদহ: গরু কত পরিমাণ দুধ দেবে, তা ঠিক করে দিয়েছিলেন বিক্রেতা৷ কিন্তু মালিকের অভিযোগ, সেই পরিমাণ দুধ পাচ্ছেন না তিনি৷ তাই সোজা গিয়ে নালিশ করেন গরু বিক্রেতাকে৷ আর সেই অভিযোগের ভিত্তিতে হাতাহাতি, মারামারি৷ হামলায় জখম হয়েছেন তিনজন৷ শেষ পর্যন্ত ঘটনার জল গড়ায় থানা পর্যন্ত৷ পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে পাঁচজনের বিরুদ্ধে৷ হাস্যকর হলেও এমনই ঘটনায় দিনভর উত্তপ্ত হয়ে রইল মালদহের বৈষ্ণবনগরের রাজ্যটোলা৷

[ট্রেনের ধাক্কায় কিশোর ফুটবলারের মৃত্যু, শোকের ছায়া হুগলির কুন্তিঘাটে]

রাজ্যটোলা গ্রামের বাসিন্দা বাপন ঘোষ৷ তাঁর জামাইবাবু ধনঞ্জয় ঘোষও একই গ্রামে থাকেন৷ মাস ছয়েক আগে তাঁরা গ্রামের এক বাসিন্দা সামিরুল শেখের কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকায় একটি গরু কেনেন৷ বিক্রির সময় সামিরুল জানিয়েছিলেন, গরুটি প্রতিদিন ৫ কিলো করে দুধ দেবে৷ কিন্তু ওই গরু দিনে ২ কিলোর বেশি দুধ দিচ্ছিল না বলেই অভিযোগ৷ ধনঞ্জয় তাই কয়েকদিন পরেই সামিরুলকে গরুটি ফেরত দিয়ে আসেন৷ তিনি গরুর দামও ফেরত চান৷ কিন্তু আজ দেব, কাল দেব বলে সামিরুল তাঁকে ঘোরাতে থাকে৷ সোমবার টাকা ফেরত দেবেন বলে সামিরুল তাঁদের নিজের বাড়িতে ডাকে৷ সেই মতো তার বাড়িতে যান ধনঞ্জয় ঘোষ, বাপন ঘোষ, লাকাই ঘোষ সহ চার-পাঁচজন৷ অভিযোগ, বাড়িতে ঢুকতেই সামিরুল দলবল নিয়ে তাঁদের উপর হামলা চালায়৷

Advertisement

[কাকদ্বীপে ১২০০ টন ইলিশের ‘হরির লুট’! ব্যাপারটা কী ?]

দুপক্ষের হামলায় ধনঞ্জয়, বাপন, লাকাই আহত হন৷ তাঁরা কোনওরকমে স্থানীয় বেদরাবাদ স্বাস্থ্যকেন্দ্রে যান৷ সেখানে ধনঞ্জয় ও লাকাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ তবে বাপনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের তালিকায় রয়েছে ধনঞ্জয়, সামিরুল সহ ৫ জন৷ তবে ঘটনার পর এলাকা ছাড়া প্রত্যেকেই৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement