Advertisement
Advertisement
Maldah

পাটনায় তড়িদাহত হয়ে মৃত মালদহের শ্রমিক, দেহ ফিরতেই শোকের ছায়া পরিবারে

পাটনায় কাজ করতে গিয়ে মৃত মালদহের শ্রমিক।

Maldah man dies due to lightning in Patna

শোকবিহ্বল পরিবার

Published by: Subhankar Patra
  • Posted:May 31, 2024 12:45 pm
  • Updated:May 31, 2024 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বিহারের পাটনায় বিদ্যুতের কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বুধবার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। শুক্রবার সকালে শ্রমিকের দেহ বাড়িতে এসে পৌঁছয়। মৃতদেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। শোকের ছায়া এলাকায়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের (Migrant worker) নাম উত্তম রবি দাস। তিনি মালদহের (Maldah) রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া অঞ্চলের বাসিন্দা। মাসখানেক আগে স্থানীয় ঠিকাদার আখিরউদ্দিনের অধীনে পাটনায় কাজে যান উত্তম।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরের থানায় সেনা-পুলিশ সংঘর্ষ! আহত ৫ পুলিশকর্মী, ১৬ জওয়ানের বিরুদ্ধে FIR]

বুধবার বাড়ির সদস্যদের সঙ্গে কথা হয় উত্তমের। তখন তিনি কাজে ছিলেন বলে জানাচ্ছে পরিবার। এর পরেই বিকেলের দিকে তাঁদের কাছে খবর আসে তড়িদাহত হন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের । তবে পরিবার মনে করছে ঘটনাস্থলেই মারা যান উত্তম।

মৃতের আত্মীয় রবি দাস বলেন, ” বুধবার আমার সঙ্গে কথা। সেই সময় ও ইলেকট্রিক পোলে কাজ করছিল। তার পরে বিকেলের দিকে আমাদের কাছে খবর আসে বিদ্যুৎপৃষ্ট হয়েছে ও।  স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। রাতের দিকে খবর আসে মারা গিয়েছে উত্তম। আমাদের মনে হয় ঘটনাস্থলেই ওর মৃত্যু হয়েছে।”

[আরও পড়ুন: ৭৫ দিনে দুশোর বেশি র‍্যালি! নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ৭৩-এর ‘তরুণ’ মোদি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement