Advertisement
Advertisement

শতাব্দী এক্সপ্রেসে বৃদ্ধ দম্পতিকে ‘হেনস্তা’ টিকিট পরীক্ষকের

অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি৷

Maldah: Elderly couple allegdly harrased in Shatabdi Express

ছবি: নিতাই রক্ষিত

Published by: Sayani Sen
  • Posted:September 9, 2018 2:58 pm
  • Updated:September 9, 2018 2:58 pm

বাবুল হক, মালদহ: পরিচয় পত্র ছাড়াই ট্রেনের ওঠার জের৷ শতাব্দী এক্সপ্রেস থেকে বৃদ্ধ দম্পতিকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে৷ মালদহ জিআরপিতে অভিযোগ দায়ের করলেন ওই দম্পতি৷

[ফের উত্তপ্ত বিশ্বভারতী, উপাচার্যের ঘরের সামনে ধরনা পড়ুয়াদের]

ইংরেজবাজারের বিদ্যাসাগর পল্লির বাসিন্দা বঙ্কিম রায় ও তাঁর স্ত্রী শান্তা রায়ের বয়সের গণ্ডি সত্তর পেরিয়েছে৷ চোখের চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন দু’জনে৷ শনিবার হাওড়া থেকে মালদা পৌঁছানোর জন্য শতাব্দী এক্সপ্রেসের সি কামরায় উঠেছিলেন ওই দম্পতি৷ ই-টিকিট কেটেছিলেন ওই দম্পতি৷ তাঁদের সঙ্গে ই-টিকিটের বৈধ প্রমাণপত্র ছিল৷ সস্ত্রীক ওই বৃদ্ধের কাছে ছিল না পরিচয় পত্রের প্রমাণ৷ ই-টিকিটের পাশাপাশি পরিচয় পত্র দেখতে চান টিকিট পরীক্ষক৷ পরিচয় পত্রের জেরক্স কপি সঙ্গে থাকায়, তা টিকিট পরীক্ষককে জানান ওই দম্পতি৷ তা নিয়ে টিকিট পরীক্ষকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই বৃদ্ধ৷ বেশ কিছুক্ষণ বচসা চলার পর বোলপুর স্টেশনে ট্রেন থামতেই নামিয়ে দেওয়া হয় দম্পতিকে৷ স্টেশনেই ঘণ্টাদুয়েক দাঁড়িয়ে ছিলেন তাঁরা৷ এরপর বোলপুর স্টেশনে পৌঁছায় সরাইঘাট এক্সপ্রেস৷ ওই ট্রেনে চড়েই মালদহে পৌঁছন দম্পতি৷

Advertisement

স্টেশনে পৌঁছেই জিআরপি-তে লিখিত অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধ দম্পতি৷ খবর পেয়ে স্টেশনে পৌঁছান সাংবাদিকরাও৷ দম্পতির ‘হেনস্তা’-র খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন তাঁরাও৷

ছবি: নিতাই রক্ষিত

[ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ, কলকাতায় বজায় থাকবে অস্বস্তির গরম]

পরিচয় পত্রের জেরক্স কপি ছিল তাঁদের কাছে৷ রেলের নিয়ম অনুযায়ী, কোনও যাত্রীর কাছে দুরপাল্লার ট্রেনের ই-টিকিট থাকলে, সঙ্গে পরিচয় পত্র থাকা বাঞ্ছনীয়৷ বৃদ্ধ দম্পতির কাছে পরিচয় পত্র ছিল না, সেক্ষেত্রে টিকিট পরীক্ষক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারেন৷ কিন্তু বৃদ্ধ দম্পতিকে ট্রেন থেকে নামিয়ে নেওয়ার সিদ্ধান্তে আদৌ বৈধ কিনা, সে বিষয়েই প্রশ্ন তুলেছিলেন অন্যান্য যাত্রীরা৷ টিকিট পরীক্ষকের অমানবিক ভূমিকায় ক্ষুব্ধ প্রত্যেকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement