বাবুল হক, মালদহ: আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত এক মাথাকে গ্রেপ্তার করল মালদহ পুলিশ। পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে অস্ত্র পাচারের সময় গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। কলকাতা এসটিএফের থেকে তথ্য পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতের থেকে পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। চক্রে আর কারা, কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাহেল রানা। তিনি মালদার বৈষ্ণবনগর থানার বাসিন্দা। ঝাড়খণ্ডেও ধৃতের বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে কলকাতা এসটিএফের তরফে বৈষ্ণবনগর থানার পুলিশকে খবর দেওয়া হয় একাধিক অস্ত্র পাচার করা হচ্ছে। সেই মোতাবেক অভিযান চালায় পুলিশ। তখনই গ্রেপ্তার করা হয় রাহেলকে। ধৃতের থেকে অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো বাইক উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের শ্রীঘর থেকে অস্ত্রগুলি আনা হচ্ছিল। অস্ত্রগুলি মালদহের মানিকচকের এক লিঙ্কম্যানের কাছে পৌঁছে দিচ্ছেলেন ধৃত রাহেল।
উল্লেখ্য, কিছুদিন আগে মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকায় জাতীয় সড়ক থেকে দেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়। সেই রেশ মিলিয়ে যেতে না যেতেই পাশের জেলা থেকে আন্তঃরাজ্য অস্ত্রপাচার চক্রের হদিশ পেল পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.