বাবুল হক, মালদহ: পিকনিকের নাম করে মেয়েকে নিয়ে বেরিয়ে বেপাত্তা যুবক। পুলিশের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দ্বারস্থ স্ত্রী। কিন্তু কেন উধাও হয়ে গেলেন যুবক? কারণ কী? তা নিয়ে ধোঁয়াশা।
জানা গিয়েছে, ওই যুবকের নাম ইন্দ্রজিৎ সরকার। স্ত্রী ঝুমা ও ৩ বছরের মেয়েকে নিয়ে মালদহের ঘোড়াপির সানিপার্ক এলাকায় থাকতেন তিনি। ঝুমা দেবী জানান, ২৬ জানুয়ারি সকালে বাড়িতে খাওয়াদাওয়া করে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হন ইন্দ্রজিৎ। সঙ্গে নিয়ে যান ৩ বছরের মেয়েকে। এর পর থেকে আর ফোনে যোগযোগ করতে পারেননি স্ত্রী। একাধিকবার চেষ্টা করা হলেও বরাবরই ফোন সুইচড অফ।
দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও স্বামী সন্তানের হদিশ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। কিন্তু তাতেও লাভ হয়নি বলে অভিযোগ। এর পর মালদহ আদালত, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাজ্যপালের কাছে চিঠি পাঠান ঝুমাদেবী। দুশ্চিন্তা আর উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন তিনি। কোথায় স্বামী-সন্তান? কী পরিস্থিতিতে রয়েছেন তাঁরা, তা ভেবেই ঘুম উড়েছে মহিলার। তাঁর আর্জি যে কোনও মূল্যে ফিরিয়ে দেওয়া খুঁজে বের করা হোক তাঁর স্বামী-সন্তানকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.