Advertisement
Advertisement

Breaking News

Malda

ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ মানতে নারাজ! BMHO’র বদলির দাবিতে উত্তপ্ত মালদহ

পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে পুলিশ।

Malda locals seek transfer of BMHO on death of patient | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 21, 2023 2:14 pm
  • Updated:September 21, 2023 2:14 pm  

বাবুল হক, মালদহ: ভুল চিকিৎসায় রোগীমৃত্যুতে ব্লক স্বাস্থ্য আধিকারিককে বদলির দাবি। বিক্ষোভে শামিল মৃতার পরিবার ও প্রতিবেশীরা। ধুন্ধুমার পরিস্থিতি মালদহের বামনগোলার স্বাস্থ্য কেন্দ্রে। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত সোমবার। ওইদিন রাতে এলাকার বাসিন্দা অনিমা বর্মণ নামে এক মহিলাকে জ্বর নিয়ে ভরতি করা হয় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে। সেই সময় চিকিৎসক তাঁকে একটি ইনজেকশন দেন বলে খবর। পরিবারের অভিযোগ, এর কিছুক্ষণের মধ্যেই রোগী অজ্ঞান হয়ে পড়েন। তখন কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা ওই রোগীকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের জন্য চাপ দেওয়ায় খুন! মন্দারমণিতে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রেমিক-সহ ২]

এর পর পরিবারের সদস্যরা স্থানীয় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে ফিরে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান। এই বিষয়ে বামনগোলার ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমএইএচ) সুদীপ কুণ্ডু বলেন, “এক মহিলা গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন‌। রোগীর পরিবারের সদস্যরা স্থানীয় এক চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সেই সময় ওই রোগীর চিকিৎসাও শুরু করেন। কিন্তু রোগীর অবস্থার অবনতি হওয়ায় তৎক্ষণাৎ তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেই রোগীর মৃত্যু হয়।” ভুল চিকিৎসার জন্য মৃত্যুর অভিযোগ মানতে রাজি হননি তিনি। এরপরই বৃহস্পতিবার দুপুরে বিএমওএইচের বদলির দাবিতে ক্ষোভে ফেটে পড়ল উত্তেজিত জনতা।

[আরও পড়ুন: পুরনিয়োগ দুর্নীতি: বরানগর পুরসভার ৩২ কর্মীকে সিবিআই নোটিস, হাজিরার নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement