Advertisement
Advertisement

জমি বিক্রিতে নারাজ, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন দুষ্কৃতীদের

মাঠ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ।

Malda: Land sharks murder man over property dispute

ছবি: প্রতীকী

Published by: Tanumoy Ghosal
  • Posted:September 19, 2018 8:32 pm
  • Updated:September 19, 2018 8:32 pm  

বাবুল হক, মালদহ: জমি বিক্রির জন্য জমি মাফিয়ারা চাপ দিচ্ছিল বলে অভিযোগ। রাজি না হওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে মাথায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারে। তদন্তে পুলিশ।

[ বাঁকুড়ায় সোয়াইন ফ্লু-র থাবা, শহরের হাসপাতালে মৃত্যু শিশুর]

Advertisement

মৃতের নাম শিশির মণ্ডল। মালদহের ইংরেজবাজারের বাগবাড়ি এলাকার বাসিন্দা তিনি। বুধবার সকালে মালদহ-মানিকচক রাজ্য সড়ক লাগোয়া একটি মাঠে শিশিরের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতদেহের পাশে একটি বিয়ারের বোতল পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, ঘনিষ্ঠ কেউ বা কারা শিশির মণ্ডলকে খুন করেছে। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারে লোকেরা। শিশিরের বাবা প্রেম মণ্ডল দীর্ঘদিন ধরেই জমির দালালি করেন। তিনি জানিয়েছেন, একটি জমি বিক্রির জন্য চাপ দিচ্ছিল জমি মাফিয়ারা। মঙ্গলবার রাতে ছেলের মোবাইলে একটি ফোন আসে। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় শিশির। আর ফেরেননি তিনি। জমি মাফিয়ারাই তাঁকে খুন করেছে বলে অভিযোগ করেছেন মৃতের বাবা। ব্যবসায়িক কারণেই বাবা ও ছেলে জমি মাফিয়াদের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

যে মাঠ থেকে শিশির মণ্ডলের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়, সেখান থেকে তাঁর মোবাইলটি পাওয়া গিয়েছে। মোবাইলে কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। তবে স্রেফ জমি বিক্রি করতে না চাওয়াতে কী খুন হলেন শিশির মণ্ডল? নাকি খুনের পিছনে অন্য কোনও কারণ আছে? খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।

[ নিম্নচাপের জের, রাত থেকেই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement