Advertisement
Advertisement
Malda

একদিন অফিস না আসার ‘শাস্তি’, অস্থায়ী বনকর্মীকে বাঁশপেটা সরকারি আধিকারিকের!

ডেঙ্গু পরবর্তী শারীরিক অসুস্থতায় একদিন অফিসে যেতে পারেননি ওই বনকর্মী।

Malda forest worker allegedly beaten by official । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 2, 2023 1:29 pm
  • Updated:December 2, 2023 1:38 pm

বাবুল হক, মালদহ: প্রায় এক মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এখনও শরীর দুর্বল। জ্বর জ্বর ভাব থাকায় একদিন অনুপস্থিত ছিলেন অফিসে। অনুপস্থিত থাকার ‘শাস্তি’। মালদহ ফরেস্ট রেঞ্জ অফিসের মধ্যেই অস্থায়ী বন সহায়ক কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগ উঠেছে মালদহ ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় ইংরেজবাজার থানায় ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আক্রান্ত বন সহায়ক কর্মী সুকুমার মণ্ডল বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্ত অস্থায়ী বন সহায়ক কর্মী সুকুমার মণ্ডল মালদহের মানিকচক থানার রামনগর জোতপাট্টার বাসিন্দা। ডেঙ্গু পরবর্তী শারীরিক অসুস্থতায় একদিন অফিসে যেতে পারেননি। কেন অফিসে আসেননি, ফোন করে তা জানতে চান রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী। পরদিন ওই অস্থায়ী বন সহায়ক কর্মীকে মালদহ ফরেস্ট রেঞ্জ অফিসে ডেকে পাঠানো হয়। অভিযোগ, এর পর অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদ করায় ওই ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী-সহ কয়েকজন মিলে বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ‘কেন বেশি আদরযত্ন পাবে?’, রাগে ৩ বছরের ননদকে দুধে বিষ মিশিয়ে ‘খুন’ বউদির]

হাত এবং পায়ে চোট পান ওই বন সহায়ক কর্মী। সুকুমার মণ্ডলকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে এই বিষয় ওই ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী সংবাদমাধ্যমে কিছু বলতে চাননি। এদিকে, এই ঘটনার পর ডিভিশনাল ফরেস্ট অফিসার জিজু জেসপারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনিও এই বিষয়টিতে মুখে কুলুপ এঁটেছেন।

[আরও পড়ুন: ক্ষমতার অপব্যবহার করে মামলায় হস্তক্ষেপ! বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে জারি CID তদন্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement