Advertisement
Advertisement

Breaking News

Malda

গভীর রাতে মালদহে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৬

ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচজনের।

Malda: Fatal road accident in National Highway

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:August 18, 2024 8:51 am
  • Updated:August 19, 2024 2:15 pm  

বাবুল হক, মালদহ: শনিবার রাতে মালদহে (Malda) ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত ৬। আহত ১।  গুরুতর আহত অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যাক্তি সেখানেই চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১১টার দিকে যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌড়বঙ্গ স্টেশনের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে গাড়ির সামনের সম্পূর্ণ অংশ দুমড়ে মুচড়ে যায়। লরিটি পাশের নয়ানজলিতে পড়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিধবাকে গণধর্ষণ দক্ষিণ দিনাজপুরে! গ্রেপ্তার ৫ অভিযুক্ত]

গাড়িটিতে চালক-সহ সাতজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে একজনের মাথা কেটে ছিটকে রাস্তায় চলে আসে। আহত দুজনকে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের।

মৃতরা প্রত্যেকেই মালদহের বাসিন্দা। নিহতদের বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়। প্রত্যেকের বয়স ১৮-২০। ঘটনায় প্রাণ হারানো সাকিউল শেখ (১৮), পারভেজ শেখ (১৮) ও নাইম শেখের (২০) বাড়ি কালিয়াচক-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলিপুরে। মৃত মাসিদুর শেখ (১৮) আলিপুর -২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকার বাসিন্দা। মৃত আরও দু’জনের নাম জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংলিশবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দেহগুলি উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ, রবিবার দেহগুলির ময়নাতদন্ত করা হবে। ঘটনাস্থলে যান জেলার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব।

[আরও পড়ুন: মার্চে দুর্ঘটনা, আগস্টে ধর্ষণ-খুন, যোগসূত্র কী? খুঁজছে আর জি করে নিহতের পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement