বাবুল হক,মালদহ: বাড়িতে পড়ে গিয়ে হাত ও পা অসাড়৷ ডাক্তার নয়, গুনিনের দ্বারস্থ পক্ষাঘাতে আক্রান্ত রোগীর পরিবার৷ ‘ভূত তাড়ানো’র নাম চলল বেধড়ক মারধর৷ মালদহে কুসংস্থারের বলি বছর ত্রিশের এক যুবক৷ ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ প্রশাসনিক মহলের তোলপাড়৷ তদন্তের নির্দেশ দিয়েছেন পুরাতন মালদহের বিডিও৷
[ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে, জখম অন্তত ৪০ জন যাত্রী]
মৃত যুবকের নাম আসাদুল্লা শেখ। বাড়ি পুরাতন মালদহের যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার হালনা মহম্মদপুরে। বৃদ্ধা বাবা-মা, স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে সংসার৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, গত রবিবার বাড়িতে আমচকাই পড়ে যান আসাদুল্লা৷ এরপরই পক্ষাঘাতে আক্রান্ত হন বছর ত্রিশের ওই যুবক৷ তাঁর বাঁ হাত ও মা অসাড় হয়ে যায়৷ স্বামীকে নিয়ে মালদহের গাজোলে বাপের বাড়িতে চলে যান আসাদুল্লার স্ত্রী৷ তাঁকে স্থানীয় এক গুনিনের কাছে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ৷ পরের দিন আবার আসাদুল্লাকে নিয়ে যাত্রাডাঙার মহম্মদপুরে ফিরে আসেন তাঁর স্ত্রী লাকি বিবি৷ কিন্তু, গুনিন কী আর পক্ষাঘাত সারাতে পারে! শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ফের গুনিনকে খবর দেওয়া হয়৷ মঙ্গলবার সকালে আসাদুল্লা শেখের বাড়ি যান ফজলু রহমান নামে এক গুনিন৷ তিনি নিদান দেন, ওই যুবককে নাকি ভূতে ধরেছে! এরপর ঝাড়ফুঁকের নামে আসাদুল্লার উপর রীতিমতো অত্যাচার চলে৷ বেধড়ক মারে একসময়ে নেতিয়ে পড়েন ওই যুবক৷ পরিস্থিতি বেগতিক বুকে পালিয়ে যান গুনিন ফজলু রহমান৷ আসাদুল্লা শেখের অবস্থা দেখে হুঁশ ফেরে স্থানীয় কয়েকজনের৷ রাতে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ হাসপাতালে মারা যান ওই যুবক৷ এদিকে আবার মোবাইলে গুনিনের কীর্তির ভিডিও করেছিলেন গ্রামবাসীরা৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও৷ তোলপাড় প্রশাসনিক মহলে৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পুরাতন মালদহের বিডিও নরোত্তম বিশ্বাস৷
[ভিডিও চ্যাটে হস্তমৈথুন অপরিচিত যুবকের, সাইবার সেলের দ্বারস্থ তরুণী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.