Advertisement
Advertisement

Breaking News

Malbazar tea garden

মুখ্যমন্ত্রীর সভার দিনই খুলছে মালবাজারের চা বাগান, লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভ শ্রমিকদের

গত ৫ ফেব্রুয়ারি শ্রমিক-মালিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে গিয়েছিল সাইলে চা বাগান।

Malbazar tea garden will be reopened on the day of Mamata Banerjee's meeting

মালবাজারের সাইলে চা বাগান

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 4, 2024 11:15 am
  • Updated:April 4, 2024 11:15 am  

অরূপ বসাক, মালবাজার: বৃহস্পতিবার মালবাজারে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দিনেই দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে মাল ব্লকের সাইলে চা বাগান। প্রায় দুমাস কাজ বন্ধ থাকার পর লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভ হবে শ্রমিকদের। আজ থেকেই এই চা বাগানে কাজ করবেন তাঁরা। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার।  

গত ৫ ফেব্রুয়ারি শ্রমিক-মালিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে গিয়েছিল সাইলে চা বাগান। বিনা নোটিসে কর্মহীন হয়ে পড়েন দেড় হাজার শ্রমিক। কাজহারাদের অভিযোগ ছিল, বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া না মিটিয়ে ‘সাসপেনশন অফ ওয়ার্কে’র নোটিস দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছেন। শ্রমিকদের পিএফ, গ্রাচুইটির অধিকাংশই এখনও বকেয়া রয়েছে। তার পর একধিকবার ধর্নায় বসেছেন বাগানের শ্রমিকেরা। বাগান না খুললে ভোট বয়কট করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। পেটের তাগিদে বিকল্প জীবিকার সন্ধানে পরিবার নিয়ে বাগান ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিয়েছিলেন বহু শ্রমিক। যাঁরা বাগানে ছিলেন, তাঁদের প্রায় খাওয়াদাওয়া বন্ধ, সন্তানদের পড়াশোনাও বন্ধ বলে দাবি করা হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: ‘দাদাগিরি এখনও শুরুই করিনি’, ভোটের পর ‘বাংলাদেশে পাঠানো’র নিদান দিলীপের]

এই আর্থিক অনটনের মধ্যেই একাধিকবার ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল মালবাজার শ্রমবিভাগের অফিস। সুরাহা না হওয়ায় ৩ এপ্রিল, বুধবার জেলা শাসকের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। এদিন বিকালের বৈঠকে ফের বাগানে কাজ চালু করার সিদ্ধান্ত নেয় সব পক্ষ। বৃহস্পতিবার থেকেই সাইলে বাগানের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয় শ্রমিকদের। একই সঙ্গে তাঁদের বকেয়া মজুরি দুই কিস্তিতে ১২ ই ও ২৬শে এপ্রিল মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। অবশেষে অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে সাইলে চা বাগান।

এই ব্যাপারে আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, বুধবার জলপাইগুড়িতে শ্রম দপ্তরের অফিসে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বৃহস্পতিবার থেকে খোলা হবে মাল ব্লকের সাইলে চা বাগান। এই মাসের মধ্যেই শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, চা বাগানের ট্রেড ইউনিয়ন নেতা নুকুল সোনার, অর্জুন ছেত্রীও উপস্থিত ছিলেন ওই বৈঠকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement