অরূপ বসাক, মালবাজার: বনবস্তির এক বাসিন্দাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বনদপ্তরের এক কর্মীর বিরুদ্ধে৷ কালিম্পং জেলার ঘিস বনবস্তি ১২ ঘাড়ে এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম সুরেন রাই(৩২)। প্রতিবাদে শুক্রবার সকালে নোয়াম রেঞ্জ অফিস ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াম রেঞ্জের বনকর্মীরা টহল দিতে যান ঘিস বনবস্তি এলাকায়। বনবস্তির বাসিন্দা সুরেন রাইয়ের সঙ্গে বিবাদ বাধে বনকর্মীদের৷ তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ কোনওমতে সুরেনকে উদ্ধার করেন ঘিস বনবস্তির বাসিন্দারা৷ কিন্তু, শেষরক্ষা হয়নি৷ শুক্রবার ভোরে মৃত্যু মারা যান সুরেন রাই৷ ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা৷ নোয়াম রেঞ্জ অফিস ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ৷ ঘিস বনবস্তির বাসিন্দাদের অভিযোগ, বনকর্মীরাই সুরেনকে পিটিয়ে মেরে ফেলেছেন৷ নোয়াম রেঞ্জ ম্যানেজার প্রেম শর্মার বক্তব্য , ‘‘আমি সেই সময় ছিলাম না। কী হয়েছে তা বন দপ্তর এবং পুলিশ খতিয়ে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’’
[আড়াই বছরের শিশুর রহস্যমৃত্যু, ফাঁকা ঘর থেকে উদ্ধার দেহ]
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সুরেন রাই কয়েক দিন যাবত মদ্যপ অবস্থায় বনকর্মীদের গালিগাল করছিল। বৃহস্পতিবার রাতেও টহল দেওয়ার সময় বনকর্মীদের সুরেন গালমন্দ করেন বলে অভিযোগ৷ তখনই বনকর্মীদের সঙ্গে তাঁর তীব্র বচসা হয়। বনকর্মীদের অবশ্য জানিয়েছেন, সুরেন রাইকে দু’তিনটে চড় মারা হয়েছিল৷ কিন্তু বন্দুক দিয়ে মারা হয়নি।
[নবমীর রাতে ফের চুরি ইসিএলের কর্মী আবাসনে, আসবাবপত্রে আগুন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.