Advertisement
Advertisement

গৃহকর্তার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা পরিচারিকা, চাঞ্চল্য ছড়াল মালবাজারে

মেটেলি থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা৷

Malbazar: Domestic help allegedly raped by man
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 4, 2018 8:07 pm
  • Updated:August 4, 2018 8:07 pm  

অরূপ বসাক, মালবাজার: পরিবারের আর্থিক অবস্থা একেবারেই ভাল নয়৷ মেয়েকে একজনের বাড়িতে পরিচারিকার কাজ করতে পাঠিয়েছিলেন বাবা-মা৷ কিন্তু গৃহকর্তা দিনের দিন ওই তরুণীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ নির্যাতিতা এখন আটমাসের অন্তঃসত্ত্বা৷ সুবিচারের আশায় পুলিশের দ্বারস্থ হলেন ওই তরুণী৷ ভরণপোষণের দায়িত্ব নেওয়াই শুধু নয়, অভিযুক্তের শাস্তিও চান তিনি৷ ঘটনাটি ঘটেছে মালবাজারের মেটেলির জুরন্টি চা-বাগানে৷

[বর্ষার মাঝেই ডেঙ্গুর থাবা রাজ্যে, প্রাণহানিতে বাড়ছে আতঙ্ক]

Advertisement

অভিযুক্ত মেটেলির জুরন্টি বাগানেরই কর্মী৷ যে তরুণীকে সে ধর্ষণ করেছে বলে অভিযোগ, তিনি ওই চা বাগানের শ্রমিক বসতিতে থাকেন৷ মাস তিনেক ধরে অভিযুক্তের বাড়িতে পরিচারিকা কাজ করছেন ওই তরুণী৷ তাঁর অভিযোগ, কাজে যোগ দেওয়ার পর থেকেই আশালীন আচরণ করত বাড়ির মালিক৷ গত তিন মাসে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছে সে৷ নির্যাতিতা তরুণী এখন আট মাসের অন্তঃসত্ত্বা৷ পুলিশকে তিনি জানিয়েছেন, গৃহকর্তার অত্যাচারে কাজ ছেড়ে দিতে চেয়েছিলেন৷ কিন্তু, বাবা-মা ডেকে পাঠিয়ে রীতিমতো হুমকি দিয়ে তাঁকে কাজ করতে বাধ্য করেছে অভিযুক্ত৷ এদিকের বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় এখন সমাজের একঘরে হয়ে যাওয়ার আশঙ্কা করছেন নির্যাতিতার পরিবার৷ এই পরিস্থিতিতে স্থানীয় আদিবাসী সংগঠনের দ্বারস্থ হন ওই তরুণী৷ তাদের পরামর্শে শনিবার মেটেলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ শাস্তি বটেই, তাঁর ও তাঁর সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে অভিযুক্তকেই৷ এমনটাই চান নির্যাতিতা ওই তরুণী৷ মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷ অভিযু্ক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

[ জীবিত আছে বছর সাতেকের মেয়ে, স্বপ্নাদেশ পেয়ে কবর খুঁড়ে দেহ তোলার চেষ্টা মাসির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement