সৌরভ মাজি, বর্ধমান: মেয়াদ ফুরোলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না বর্ধমান পুরসভার। পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ ফুরনোর শেষদিনে ৬৯টি ভবনের প্ল্যানের অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছিল। তার রেশ কাটতে না কাটতেই পুরসভার ভবনে এক প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলের দপ্তরকে কর্মী সংগঠনের কার্যালয় বানিয়ে দেওয়ার ঘটনা সামনে আসে। আর মঙ্গলবার প্রকাশ্যে এসেছে পুরসভার ওয়েবসাইটে এখনও প্রাক্তন পুরপ্রধান স্বরূপ দত্তর নাম ও ছবি দিয়ে বার্তা জ্বলজ্বল করছে।
গত বুধবার মেয়াদ শেষ হয়েছে পুরসভার বর্তমান বোর্ডের। পুরপ্রধান থেকে কাউন্সিলর সকলেই এখন প্রাক্তন। সরকারিভাবে গত শুক্রবার থেকে পুরসভায় প্রশাসকের দায়িত্ব নিয়েছেন সদর উত্তর মহকুমা শাসক পুষ্পেন সরকার। কিন্তু বর্ধমান পুরসভার ওয়েবসাইট জানাচ্ছে এখনও পুরপ্রধান স্বরূপ দত্ত। কিন্তু বর্তমানে প্রশাসকই পুরসভার অভিভাবক হয়েছেন সেই বিষয়ে কোনও উল্লেখই নেই ওই ওয়েবসাইটে। পুরপ্রধান অবশ্য জানাচ্ছেন, এখানে তাঁর কিছু করণীয় নেই। বিষয়টি বড়জোর পুরসভার বর্তমান প্রশাসনকে জানাতে পারেন তিনি। এই বিষয়ে পুরসভার সচিব জয়রঞ্জন সেন জানিয়েছেন, কোনও কারণে এই অনিচ্ছাকৃত ত্রুটি থেকে গিয়েছে ওয়েবসাইটে। তবে আগেই চেয়ারম্যান ইন কাউন্সিলর-সহ জনপ্রতিনিধিদের নাম মুছে দেওয়া হয়েছে। প্রশাসক হিসেবে মহকুমা শাসকের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানাচ্ছেন আধিকারিকরা।
এদিকে, পুরসভার এক প্রাক্তন কাউন্সিলর যে ঘরে বসতেন সেটিকে তৃণমূলের কর্মী সংগঠনের কার্যালয় হিসেবে উদ্বোধন করা হয় সোমবার। সদ্য প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল খোকন দাস ওই কর্মী সংগঠনের সভাপতি মনোনীত হয়েছেন। তিনিই সেই কার্যালয়ের উদ্বোধন করেন বলে জানিয়েছেন কর্মীরা। বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর এখন পুরসভার দায়িত্বে রয়েছেন প্রশাসক৷ তা সত্ত্বেও পুরসভায় কর্মী সংগঠনের কার্যালয় কীভাবে খোলা হল, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.