সুমন করাতি, হুগলি: হুগলির কোন্নগরের খুদে খুনে এবার পুলিশের নজরে এক রহস্যময়ী। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মুখ ঢাকা ওই তরুণীকে। কে তিনি? তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের আশ্বাস, দ্রুতই গ্রেপ্তার করা হবে অভিযুক্তকে।
বাবা পঙ্কজ এবং মা গুড্ডির একমাত্র সন্তান ছিল মৃত শিশু। বাবা কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত। মা কসমেটিক্সের দোকানে কাজ করেন। সন্ধ্যার দিকে বেশিরভাগ সময় একা থাকত সে। শুক্রবার সন্ধ্যায়ও একাই ছিল সে। নিজের ঘরে বসে চতুর্থ শ্রেণির ছাত্রটি পড়াশোনা করছিল। তার পাশের ঘরে টিভিও চলছিল। আচমকাই শিশুর খুড়তুতো বোন বাড়িতে ঢোকে। চিৎকার করতে শুরু করে। প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। তারা দেখে বাড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে খুদে পড়ুয়া। তাজ্জব হয়ে যান সকলেই। খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। অভিযুক্তের সন্ধান পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ।
সিসিটিভি ফুটেজেই দেখা গিয়েছে এক তরুণীকে। যার পরনে চুরিদার। মুখে মাস্ক। শিশুর খুনের সময়ের সঙ্গে মহিলার যাতায়াতের সময় মিলে গিয়েছে। শুধু তাই নয়, সিসিটিভির কাছে গিয়ে নিজের মুখ ভালো করে ঢাকতে দেখা যায় মহিলাকে। যা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে এলাকার বাসিন্দা তথা কানাইপুর এলাকার প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদব বলেন, তিনি শুনেছেন যে একটি সিসিটিভি ফুটেজে এক রহস্যময়ীকে দেখা গিয়েছে। তিনি আরও বলেন, এটা সম্পূর্ণ পুলিশের তদন্তের বিষয়। এই ঘটনায় পুলিশ যেভাবে তৎপর তাতে অপরাধী ধরা পড়বেই। বিজেপি এই হত্যাকাণ্ড নিয়ে রাজনীতির চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। এদিকে পুলিশ জানিয়েছে দ্রুতই অভিযুক্ত ধরা পড়বে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.