ক্ষীরোদ ভট্টাচার্য: তিন বছর ধরে পার্টির সঙ্গে ‘বিচ্ছেদপর্ব’ চলছে তাঁর। তবে, আপাতত সেই বিচ্ছেদে ছেদ পড়তে চলেছে। সিপিএমে ফিরতে চলেছেন মজিদ মাস্টার। অন্তত এমনটাই দাবি আলিমুদ্দিনের।
মজিদ মাস্টার যে ফিরতে চান তা স্বীকার করেছে সিপিএম নেতৃত্ব। আর মজিদ মাস্টার নিজে বলেছেন,“আমি তো বরাবর বামপন্থী ছিলাম। এখনও আছি।’’ তবে, কী আবারও ঘরে ফিরতে চলেছেন মজিদ মাস্টার? জবাবে একসময়ে শাসনের দোর্দণ্ডপ্রতাপ ‘মাস্টার মশাই’ বলেছেন, “কিছুদিনের জন্য ঘরের বাইরে ছিলাম ঠিকই। কিন্তু আমি বরাবরই বামপন্থী। কোনওদিনও পার্টি বা পার্টি নেতৃত্বের সম্পর্কে কোনও মন্তব্য করিনি। খানিকটা মতান্তর হয়েছিল। তাই ২০১৬ সালের জুন মাসের পর আর বারাসতের জেলা পার্টি অফিসে যাইনি। লেখাপড়া করেছি। ইংরেজি সাহিত্যে এমএ করেছি। কিন্তু, ঘরের বাইরে যে সব ঘটনা চলছে তাতে চুপ করে থাকা যায় না।” আর মজিদের এই মন্তব্যকে কেন্দ্র করে জল্পনা ফের তুঙ্গে। মজিদ মাস্টারের কথায়, তিন বছরের বেশি সময় ধরে শাসন থেকে কার্যত বিতাড়িত তিনি। বারাসতে ঘর ভাড়া নিয়ে থাকেন।
[জঙ্গলে বাঘে-মানুষে লড়াই, সঙ্গীকে হারিয়ে কাতর দুই মৎস্যজীবী]
মজিদ মাস্টারের ‘ঘরে ফেরা’র জন্য সিপিএমের কেউ কী উদ্যোগ নিয়েছিলেন? জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী বা বিধায়ক মানস মুখোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি। তবে গৌতম দেব বলেছেন,“ও যে ফিরবে তা জানাই ছিল। মজিদ মাস্টারের সঙ্গে জেলা পার্টির প্রত্যেকের যোগাযোগ রয়েছে।” তবে কি গৌতম দেবের উদ্যোগেই আবারও সিপিএমে ফিরতে চলেছেন তিনি? জবাবে মজিদ মাস্টার বলেছেন, “আমার বয়স ৭৪ বছর। আপনার কী মনে হয় এই বয়সে এসে পার্টি কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আমাকে লোক ধরতে হবে!”
[ইরানে গৃহবন্দি থাকা বাংলার ১২ জন কর্মীকে ফিরিয়ে আনতে উদ্যোগ সিআইডির]
বলেছেন, ‘‘পার্টি কংগ্রেসের আগে জেলা, রাজ্য ও কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য তাঁর বাড়িতে এসেছিলেন। কিন্তু কাউকে কিছুই বলিনি।” শুধু তাই নয়, তৃণমূল বা বিজেপির থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে দাবি করেছেন মজিদ মাস্টার। নিজেকে বামপন্থী বলে দাবি করলেও রাজ্য সিপিএম নেতাদের কংগ্রেসের হাত ধরাকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না তিনি। তাহলে কীভাবে সিপিএমের কর্মসূচিতে অংশ নেবেন? মজিদ মাস্টারের জবাব, দেশের পরিস্থিতি বলতে পারব না। কিন্তু বামপন্থীদের বিপদ বেশি। তাই এমন উদ্যোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.