Advertisement
Advertisement
নুসরত

‘শান্তি বজায় রাখুন’, বসিরহাটের উত্তপ্ত পরিস্থিতিতে আবেদন সাংসদ নুসরতের

দলমত নির্বিশেষে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারকা সাংসদ৷

'Maintain peace,will be with the bereaved families', Nusrat's messege on SandeshKhali
Published by: Sucheta Sengupta
  • Posted:June 9, 2019 2:48 pm
  • Updated:June 9, 2019 2:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই সাংসদ হয়েছেন৷ কাজেই নিজের এলাকার সামগ্রিক পরিবেশ, পরিস্থিতি নজরে রাখা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে৷ আর প্রথমবার রাজনীতির মাঠে সাফল্যের সঙ্গে পা রেখে সেই দায়িত্ব পালন করতে এতটুকুও দেরি করলেন না নুসরত জাহান৷ সন্দেশখালির ন্যাজাটে রাজনৈতিক সংঘর্ষে তিন জনের মৃত্যুর খবর পেয়েই নুসরত শান্তির বার্তা দিয়েছেন৷ এই মুহূর্তে তিনি বসিরহাটে নেই৷ কিন্তু তা কাজে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি৷

[আরও পড়ুন: তিনজন দুঃস্থ পড়ুয়ার পড়াশোনার দায়িত্ব নিলেন জঙ্গিপুরের নবনির্বাচিত সাংসদ]

শনিবার রাতে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির ন্যাজাট এলাকা৷ সেখানে গুলিতে নিহত হন অন্তত ৩ জন৷ এদের মধ্যে ২ জনই বিজেপি কর্মী বলে দাবি দলীয় নেতৃত্বের৷ এরপর থেকেই উত্তাপ ক্রমশ ছড়াতে থাকে৷ খবর পৌঁছায় বসিরহাটের সদ্য নির্বাচিত তারকা সাংসদ নুসরতের কানেও৷ তিনি রাতেই বিবৃতি দিয়ে জানান, ‘পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আছে৷ সব দিক খতিয়ে দেখা হচ্ছে৷এই মুহূর্তে সকলের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি৷ একে সাম্প্রদায়িকতার রূপ না দিয়ে ধর্মনিরপেক্ষভাবে দেখতে হবে৷ যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা যে দলেরই হোক, শোকাহত পরিবারের পাশে রয়েছি৷ বসিরহাট অত্যন্ত স্পর্শকাতর জায়গা৷ এখানকার মানুষ যাতে নিরাপদে থাকতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব৷’

Advertisement

এই ঘটনার পর সাংসদ নুসরতের প্রতিক্রিয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল৷ সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাট এলাকায় যে কোনওরকম অশান্তি দ্রুতই সাম্প্রদায়িকতার দিকে মোড় নিতে থাকে৷ বছর দুই আগেও তেমনই একটি ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য৷ পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীকেও বিবৃতি দিতে হয়েছিল৷

[আরও পড়ুন: প্রেমিকাকে পেতে বিষ খাওয়ার অভিনয়, জামাইষষ্ঠীতে মৃত্যু যুবকের]

সদ্যই শেষ হয়েছে লোকসভা নির্বাচন৷ তারপর রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক অশান্তি লেগেই রয়েছে৷ কিন্তু সন্দেশখালির ঘটনা এসবের চেয়ে অনেকটাই আলাদা৷ এক রাতেই দু’পক্ষের অন্তত ৩ জনের মৃত্যুর মতো ঘটনা ঘটে গিয়েছে৷ উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রকও৷ তাই এই বিষয়টি যে যথেষ্ট সংবেদনশীলতা দিয়ে বিবেচনা করা প্রয়োজন, তা একেবারে পরিণত রাজনীতিকের মতোই বুঝেছেন নব্য সাংসদ নুসরত জাহান৷ তাই সর্বাগ্রে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন৷ আবারও বুঝিয়ে দিলেন, তাঁর কাঁধে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আগামী ৫ বছরের জন্য তা তিনি ভালভাবেই পালন করবেন৷ যতই তাঁর স্ট্যাটাস নিয়ে নেটদুনিয়ায় নেতিবাচক চর্চা হোক৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement