Advertisement
Advertisement

মার্চেই রেকর্ড করল এই রাজ্য, সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল ৪৫ ডিগ্রি

বাড়ছে অস্বস্তি...

Maharashtra boils as mercury touches 45 degree mark
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 29, 2017 2:17 pm
  • Updated:December 24, 2019 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্চেই রেকর্ড তাপমাত্রা ছুঁল মহারাষ্ট্র। বুধবার এ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আইএমডি-র তথ্য অনুযায়ী, বুধবার মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি। ভিড়ায় তাপমাত্রা ছিল সবথেকে বেশি। মঙ্গলবারও রেকর্ড তাপমাত্রা ছিল ভিড়ার, ৪৩ ডিগ্রি সেলিসিয়াস। সপ্তাহের শুরুতে সোলাপুর ও জলগাঁওয়েও তাপমাত্রা ৪০ ডিগ্রির কোটা পেরোয়। চরম অস্বস্তিতে রাজ্যের মানুষ।

[দিনের ২০ ঘণ্টা উজ্জ্বল নীল আলোতে রাখতে হয় এই শিশুকে]

Advertisement

হাইড্রোপাওয়ার প্ল্যান্টের জন্য বিখ্যাত ভিড়া। প্রায় ২৫০০ মানুষের বাস এখানে। অধিকাংশই চাষবাসের সঙ্গে যুক্ত। গ্রামের মোড়ল বিজয় মামুনকর জানান, মার্চে সাধারণত তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রির কাছাকাছি। কিন্তু এবার তো রেকর্ড করে ফেলল। এই তাপমাত্রা এপ্রিল-মে মাসে হয়। তবে তাপপ্রবাহের জোরালো কোনও সম্ভাবনা এখনই দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা।

[যে কোনও মূল্যে অযোধ্যায় রাম মন্দির হবে, ঘোষণা বিজেপি নেতার]

[উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের পর আরও ৪ রাজ্যে বন্ধ বেআইনি কসাইখানা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement