শংকর কুমার রায়, রায়গঞ্জ: একমাস ২০ দিন বন্ধ থাকার পর গত শনিবারে খুলেছে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাই স্কুল। আজ বৃহস্পতিবার থেকে সেখানেই শুরু হয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা। এবার দাড়িভিট স্কুল থেকে ২২১ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮৬জন। গত ২০ সেপ্টেম্বর স্কুলের মধ্যেই গুলিবিদ্ধ জখম হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী বিপ্লব সরকার। টেস্ট পরীক্ষা দিতে এদিন স্কুলেও এসেছিল ওই ছাত্র। সেদিনের ঘটনায় স্কুলের প্রয়োজনীয় আসবাবপত্র নষ্ট হয়েছিল। এদিন তাই বাইরে থেকে টেবিল, বেঞ্চ ভাড়া করেই পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়।
স্কুল খুললেও এলাকায় চাপা আতঙ্কের আবহ। শিক্ষা দপ্তরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এদিন বেলা এগারোটা থেকে পরীক্ষা শুরু হয়। তবে পৌনে এগারোটাতেই পরীক্ষার্থীদের খাতা দিয়ে দেওয়া হয়েছিল। মোট মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ২১জন পড়ুয়া এদিন অনুপস্থিত ছিল। টেস্টে চোখে পড়ার মতো অনুপস্থিতির হার থাকলেও বাংলা ভাষার পরীক্ষা নির্বিঘ্নেই মিটেছে। দুটো বেজে ১৫ মিনিটে পরীক্ষা শেষ হয়। গোটা পরীক্ষা তদারকি করতে এদিন দাড়িভিট স্কুলে আসেন ইসলামপুরের মহকুমাশাসক তথা স্কুলের প্রশাসক মণীশ মিশ্র। তিনি বলেন, “ পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তা দেখতেই প্রতিদিন পরীক্ষা চলাকালীন স্কুলে উপস্থিত থাকব।”
গত ২০ সেপ্টেম্বর দাড়িভিট স্কুল চত্বরেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় দুই প্রাক্তন ছাত্র। সেই গুলিগোলার মাঝে পড়ে গুরুতর আহত হয় মাধ্যমিক পরীক্ষার্থী বিপ্লব সরকার। তার ডানপায়ে গুলি লাগে। এরপর চিকিৎসার জন্য দীর্ঘদিন চেন্নাইয়ের হাসপাতালে ভরতি ছিল সে। এদিন পায়ে ব্যথা নিয়েই পরীক্ষা দিতে এসেছিল বিপ্লব। পরীক্ষার পর নিজেই জানায়, “ টেষ্ট পরীক্ষায় বসতে পারব, ভাবতে পারিনি। ভগবান সহায় ছিল তাই সুস্থ হতে পারলাম।”
দীর্ঘ টালবাহানার পর গত শনিবারই খুলেছে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুল। এসডিও-র হাতে স্কুলের গেটের চাবি তুলে দিয়েছিলেন দাড়িভিট কাণ্ডে নিহত ছাত্র রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার। ওই দিনই মহকুমা শাসকের সামনে দাড়িভিট কাণ্ডে গ্রেপ্তার আটজন বাসিন্দার মুক্তির দাবিতে বিক্ষোভ হয়। বিক্ষোভ দেখান আটজন ধৃতের স্ত্রী। সেই সময় বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছিলেন মহকুমাশাসক। মঙ্গলবার সেই আশ্বাসের বাস্তবায়ন ঘটে। ওই দিনই ইসলামপুর আদালতের নির্দেশে জেল থেকে জামিনে মুক্তি পায় তিন অভিযুক্ত। বাকিরা এদিন রায়গঞ্জ জেল থেকে মুক্তি পেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.