Advertisement
Advertisement

রুটিন মেনে ষষ্ঠ দিনে ফাঁস, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্ন

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র৷

 Madhyamik Examination's Physical Science question paper leaked
Published by: Tanujit Das
  • Posted:February 19, 2019 1:03 pm
  • Updated:February 19, 2019 1:03 pm  

দীপঙ্কর মণ্ডল: ছ’য়ে ছক্কা! আবারও ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র৷ এবার ভৌতবিজ্ঞান৷ মঙ্গলবার ষষ্ঠ দিন পরীক্ষা শুরুর আধ ঘণ্টার মধ্যে ফাঁস হয়ে গেল প্রশ্ন৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে প্রশ্নের প্রতিলিপি৷ যদিও এই প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নের কোনও মিল রয়েছে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি৷

[কাউন্সিলরকে খুনের চেষ্টার অভিযোগ, বজবজে বিক্ষোভ মিছিল তৃণমূলের ]

Advertisement

গত মঙ্গলবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনেই ফাঁস হয়ে যায় বাংলা ভাষা বাংলার প্রশ্নপত্র৷ সেদিনও পরীক্ষা শুরুর আধ ঘণ্টা পর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে প্রশ্ন। পরের পরীক্ষাগুলিতেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। ব্যতিক্রম হল না ভৌতবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রেও। প্রথম দিন প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বেশ অস্বস্তিতে পড়েছিল মাধ্যশিক্ষা পর্ষদ। কীভাবে পরীক্ষা শুরুর পরেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে তার তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয় বিধাননগর সাইবার সেলকে। কিন্তু তারপরেও অব্যাহত থাকে প্রশ্ন ফাঁসের ঘটনা। ফলে দায়িত্ব দেওয়া হয় সিআইডি’কে। সিআইডি সূত্রে খবর, বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছিল। সিআইডি আরও ২ জনকে আটক করেছে। অথচ তাতেও কাজের কাজ কিছুই হল না। সিআইডি তদন্তভার হাতে নেওয়ার পরও ষষ্ঠ দিনেও ফাঁস হয়ে গেল মাধ্যমিকের প্রশ্ন। ঘটনায় এখনও পর্যন্ত মৌনই রয়েছে মাধ্যশিক্ষা পর্ষদ।

[বজবজে দলীয় কার্যালয়ে গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর, অবস্থা আশঙ্কাজনক]

এই মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বর্তমানে রুটিন ঘটনা হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেছে শিক্ষা মহল৷ নজিরবিহীন এই ঘটনায় যথেষ্ট বিরক্তি এবং হতাশা তাঁরা৷ পাশাপাশি প্রশ্ন ফাঁসের ঘটনাকে কৌতুকের পর্যায়ে নিয়ে গিয়েছেন অনেকে। প্রচুর মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সূত্রের খবর, এই প্রশ্ন ফাঁসের ঘটনায় যথেষ্ট চাপে পড়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ পর্ষদ সূত্রে খবর, ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক শেষ হওয়ার পর সভাপতির পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement