Advertisement
Advertisement

Breaking News

North Dinajpur

নকলে বাধা পেয়ে রেগে আগুন! স্কুলে ব্যাপক ‘তাণ্ডব’ মাধ্যমিক পরীক্ষার্থীদের

পরীক্ষার্থীদের হামলায় ভাঙল চেয়ার, টেবিল এবং ফ্যান।

Madhyamik candidates allegedly ransack school in North Dinajpur । Sangbad Pratidin

স্কুলে 'তাণ্ডব' মাধ্যমিক পরীক্ষার্থীদের

Published by: Sayani Sen
  • Posted:February 10, 2024 4:38 pm
  • Updated:February 10, 2024 4:38 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: মাধ্যমিক পরীক্ষার শেষে স্কুলের পরীক্ষাকেন্দ্রের একাধিক ক্লাসঘরের চেয়ার-টেবিল সহ সিলিং ফ্যান ভাঙচুর করে তুমুল তাণ্ডব চালাল একদল পরীক্ষার্থী। শনিবার উত্তর দিনাজপুরের ইটাহার হাইস্কুলের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ক্ষিপ্ত পরীক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনে।

ওই স্কুলের প্রধানশিক্ষক সুব্রত নারায়ণ ধর বলেন, “ওই স্কুলে বানবোল উচ্চ বিদ্যালয়, মারনাই উচ্চবিদ্যালয়, কাপাসিয়া উচ্চবিদ্যালয় ও দিগনা হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীর কেন্দ্র ছিল। মোট পরীক্ষার্থী ছিল ৩৯১ জন। তবে যে দু’টি শ্রেণিকক্ষে ভাঙচুর হয়েছে,ওই ঘরগুলোতে দিগনা হাই স্কুল এবং কাপাসিয়া হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা ছিল। ক্লাসরুমের দেওয়াল ঘড়ি থেকে শুরু করে চেয়ার, বৈদ্যুতিক ফ্যান ভাঙচুর করা হয়।”

Advertisement

[আরও পড়ুন: ফের CAA অস্ত্রে শান! লোকসভার আগেই লাগু হবে নাগরিকত্ব আইন, বড় ঘোষণা শাহর]

স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি বিডিও প্রশাসনের কাছে সমস্ত ঘটনা জানানো হয়েছে। প্রধান শিক্ষক সূত্রে দাবি, এদিন ভৌত বিজ্ঞানের পরীক্ষা ছিল। নকলে বাধা দেওয়ার জন্যই এই তাণ্ডব করে ছাত্ররা।কয়েকদিন আগে বিডিও নতুন ফ্যানের ব্যবস্থা করেছিল। ইটাহারের আইসি সুকুমার ঘোষ বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।” অন্যদিকে, বানবোল হাই স্কুলের প্রধান শিক্ষক বিপুল মৈত্র বলেন, “আমাদের স্কুলের পরীক্ষার্থী এইসব ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়। তদন্ত করলেই স্পষ্ট হয়ে যাবে।”

[আরও পড়ুন: চাকুরিজীবীদের জন্য বড় ঘোষণা, ইপিএফে বাড়ল সুদের হার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement