Advertisement
Advertisement

দুর্ঘটনায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, ময়ূরেশ্বরে পুলিশের উপর হামলা ক্ষুব্ধ জনতার

পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করে পুলিশ৷

 Madhyamik Candidate died in a road accident in Birbhum
Published by: Tanujit Das
  • Posted:February 11, 2019 8:41 pm
  • Updated:February 11, 2019 8:41 pm  

নন্দন দত্ত, সিউড়ি: মাধ্যমিক শুরুর একদিন আগে, পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বীরভূমের ময়ূরেশ্বরে৷ সোমবার সন্ধ্যায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় ওই ছাত্রীর৷ মৃতের নাম তনুশ্রী বাগদি৷ তার বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরের ২ নম্বর ব্লকের গঙ্গারামপুর গ্রামে৷ দুর্ঘটনার পরেই পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগে পথ অবরোধ করেন স্থানীয়রা৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাঁদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ৷ উত্তেজিত জনতাকে সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ৷ ছোঁড়া হয় কাঁদানে গ্যাস৷ এখনও এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে বলে সূত্রের খবর৷

[সরস্বতী পুজোয় বারাসত সরকারি কলেজে ডিজে বাজিয়ে উদ্দাম হুল্লোড় ]

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্রী তনুশ্রী বাগদি স্থানীয় কোটাসুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী৷ সোমবার সন্ধে নাগাদ সাইকেলে চড়ে কোটাসুর মোড়ে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ কিনতে গিয়েছিল সে৷ সড়ক পথ দিয়ে যাওয়ার সময়, প্রথমে তাকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি৷ সাইকেল থেকে খানিক দূরে ছিটকে পড়ে তনুশ্রী৷ এরপর তার উপর দিয়ে চলে যায় ওই লরিটি৷ সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা ধাওয়া করেন লরিটির পিছনে৷ লরিটিকে আটক করা গেলেও, চালক ও খালাসি পালিয়ে যায়৷

[তত্ত্ব বিনিময়ের অলিখিত রীতিতে অন্য আমেজ বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে]

এরপরই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে সরব হন এলাকাবাসী৷ পথ অবরোধ শুরু করেন তাঁরা৷ তাঁদের অভিযোগ, ওই সড়কে যান নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা করেনি প্রশাসন৷ বারবার আবেদন করা করা হলেও প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই৷ ফলে মাঝে মধ্যে ছোট বড় দুর্ঘটনা ঘটে৷ এদিকে প্রশাসনের কোনও নজর নেই বলেও অভিযোগ স্থানীয়দের৷ দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ এরপরই তাঁদের উপর চড়াও হন স্থানীয়রা৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়েন তাঁরা৷ পরিস্থিতি সামাল দিতে প্রথমে লাঠিচার্জ করে পুলিশ৷ তারপর ছোঁড়া হয় কাঁদানে গ্যাস৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement